Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই হেভিওয়েট প্রার্থী কামরান-আরিফ

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০১ এএম

ফয়সাল আমীন : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার জন্য নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির দুই হেভিওয়েট প্রার্থী। দলীয় অবস্থানের বাইরের পরিচয়, পরিচিতি, গ্রহনযোগ্যতায় তারা অনেক উচুতে। নাম ডাকে তারা নিজেই এক প্রতিষ্টান। তাদের একজন আ‘লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান অপরজন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী, সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়াও বিএনপি সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জামায়াত নেতা এহসানুল মাহবুব জোবায়েরও মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে সহ¯্রাধিক আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মাছিমপুরস্থ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমাদেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড এম নুরুল হকের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে বিকাল সাড়ে ৩টার দিকে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মাছিমপুরস্থ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামানের কাছে মনোনয়ন জমাদেন তিনি। মনোনয়নপত্র জমাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় বিএনপিনেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামিম, মহানগর বিএনপির সভাপতি নাসিমহোসেইন, ডা. কাহরিয়ার হোসেন, জেলা বিএনপিসাধারণ সম্পাদক আলী আহমদসহ নেতৃবৃন্দ।
এদিকে সিসিক নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট মহানগর বিএনপিসাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। বিকাল পৌণে ৪ টার দিকে মাছিমপুরস্থ সিলেট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সিসিক নির্বাচনেনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমাদেন তিনি। এসময় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা তার সাথে ছিলেন। মনোনয়ন জমা দেয়ার ঠিক আগমুহুর্তে বদরুজ্জামান সেলিম বলেন দলের অধিকাংশের দাবী ছিল আমাকে মনোনয়ন দেওয়ার। কিন্তু, দলীয় নেতাকর্মীদের মতামতের বাইরে গিয়ে দলীয় হাইকমান্ড আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। আমি সাথে সাথেই এর প্রতিবাদ জানিয়েছি। আশাকরি, আগামী ৩০ জুলাই নির্বাচনের দিন ভোটের মাধ্যমেই জনগণ ও দলীয় নেতাকর্মী তাদের জবাব দেবে।

New layer...


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ