Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেতু ভেঙে লাখো মানুষের দুর্ভোগ

লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে তাজ উদ্দীন : | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৩ এএম

লোহাগাড়া উপজেলার দরবেশহাট ডিসি সড়কের পুটিবিলা এলাকায় সরই খালের উপর নির্মিত সেতু সাম্প্রতিক বন্যায় ভেঙে যায়। এতে লাখো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
জানা গেছে, ব্রিজটি লোহাগাড়ায় অবস্থিত হলেও ১৯৯৩ সালে বান্দরবান পার্বত্য জেলার এলজিডি হতে বরাদ্দ দেওয়া হয়। কারন বান্দরবান জেলার লামা উপজেলার সরই ডলুছড়ি এলাকার লাখো মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম লোহাগাড়া দরবেশহাট ডিসি সড়ক। আর এই সড়কের উপর নির্মিত হয় সরই খালের ব্রিজ। সম্প্রতি এটি ভেঙ্গে যাওয়া চরম বিপাকে পড়েছে লামার সরই এলাকার বাসিন্দারা। এলাকার কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ী থেকে শুরু করে সকল ধরনের সকল শ্রেনীর মানুষের মাঝে দুর্ভোগ নেমে এসেছে। খোজ নিয়ে জানা গেছে, লামা উপজেলার সরই ডলুছড়ি এলাকায় উৎপাদিত প্রতিদিন হাজার হাজার টন আম, কাঠাল, লিচুসহ বিভিন্ন ধরনের মৌসুমী ফল দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। বিশেষ করে এই এলাকার আ¤্রপলী সারাদেশের জন্য বিখ্যাত। বর্তমানে আমের মৌসুমে ব্রিজটি ভেঙে যাওয়ায় বড় বড় কোম্পানি তাদের বাগানে উৎপাদিত আমগুলি নিয়ে চরম বিপাকে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ কয়েকবছর ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী বালু ব্যবসায়ী ব্রিজের গোড়া থেকে ড্রেজার মেশিন দিয়ে নিয়মিত বালু উত্তোলন করে যাচ্ছিল। লোহাগাড়া উপজেলা প্রশাসনকে বার বার অবহিত করলেও তারা কোন পদক্ষেপ গ্রহন করেনি। ব্রিজের গোড়া থেকে অতিরিক্ত বালু উত্তোলনের কারনে ব্রিজের নিচের স্তম্ভের গোড়া থেকে মাটি সরে গিয়ে ব্রিজটি ভেঙে পড়ে। সরই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, জায়গাটি লোহাগাড়ায় অবস্থিত হলেও বান্দরবানের লামা উপজেলার জনসাধারনের কথা চিন্তা করে অনেক দৌড়ঝাপ করে বান্দরবান এলজিডি থেকে বরাদ্দ নিয়েছিলাম। কিন্তু লোহাগাড়া কতিপয় বালু ব্যবসায়ী ব্রিজটির গোড়া থেকে বালু উত্তোলন করে ব্রিজটি হুমকির মুখে ফেলে দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেতু

১১ জানুয়ারি, ২০২৩
৩১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ