বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
সার্বিয়ার বিপক্ষে জয়ের মাঝে ব্রাজিলের বড় ধাক্কা হয়ে আসে মার্সেলোর ইনজুরি। ম্যাচের দশম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন লেফট উইংয়ে দলটির সবচেয়ে বড় ভরসা। দু’জনের কাঁধে ভর দিয়ে মার্সেলোর ড্রেসিংরুমের দিকে যাওয়ার দৃশ্য বলছিল বিশ্বকাপ হয়ত এখানেই শেষ রিয়াল মাদ্রিদ তারকার। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরি আক্রান্ত হয়ে কাঁদতে থাকেন ব্রাজিলিয়ান তারকা। এক পর্যায়ে জার্সি টেনে মুখ ঢেকে ফেলেন। তবে তার আঘাত কতটা গুরুতর তা এখনো অস্পষ্ট। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে মার্সেলো কোমরের ইনজুরিতে পড়েছেন।
তবে মার্সেলোর সুস্থ হতে কতদিন সময় লাগবে তা এখনো জানানো হয়নি। এ ধরনের ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিরতে দুই সপ্তাহের মতো সময় লাগে। তবে ইনজুরির মাত্রা কম হলে দ্রুত মার্সেলো দলে ফিরতে পারেন। ব্রাজিল দলের পক্ষে দেওয়া সুখবর হলো মার্সেলোর প্রাথমিক চিকিৎসা এবং কিছু ওষুধ নেওয়ায় তার ব্যথা কিছুটা কমেছে।
ব্রাজিল সমর্থকদের জন্য স্বস্তির খবর দিয়েছেন মার্সেলো নিজে। শেষ ষোলয় মেক্সিকোর বিপক্ষে মাঠে নামতে পারবেন পারবেন বলে আশাও প্রকাশ করেছেন তিনি। নিজের ইনস্ট্রাগ্রাম আইডিতে মার্সেলো লিখেছেন, বিশ্বকাপ স্বপ্ন এখনও ভালোভাবেই বেঁচে আছে তাঁর।
মার্সেলোর বদলি হিসেবে নেমে সার্বিয়া ম্যাচে দারুণ খেলেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের আরেক অসাধারণ লেফট ব্যাক ফিলিপে লুইস। লুইসের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ তিতে তাই মেক্সিকো ম্যাচে মার্সেলোকে নামানোর ঝুঁকি নাও নিতে পারেন।
কস্তা ও দানিলোর পর তিতের দলে চোটের তালিকায় যোগ হয় মার্সেলোর নাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।