Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহের তারাকান্দায় ঘুষ লেনদেনের সময় দুদকের হাতে অডিটর আটক

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ৫:০১ পিএম

ময়মনসিংহের তারাকান্দায় বকেয়া বিল পাস করার শর্তে এক প্রধান শিক্ষকের কাছে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে ধরা পড়েছেন স্থানীয় উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর হোসেন আলী (৫৮)।
বৃহস্পতিবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ওই অফিস থেকে তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম জানান, তারাকান্দা উপজেলার রাউতনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের কাছে তার স্কুলের শিক্ষকদের এরিয়ার বিলের জন্য ১০ হাজার টাকা ঘুষ চায় অডিটর হোসেন আলী। বিষয়টি দুদককে জানায় প্রধান শিক্ষক।
এর পর বৃহস্পতিবার দুপুরে ঘুষের টাকা দিতে হিসাব রক্ষণ কার্যালয়ে যায় প্রধান শিক্ষক। এসময় শিক্ষক সেজে ছদ্মবেশে একজন দুদকের কর্মকর্তাও তার সাথে যান। টাকা আদান প্রদানের সময় হাতেনাতে গ্রেফতার করা হয় অডিটর হোসেন আলীকে।
এ ব্যাপারে দুদকের এসআই সূধন চন্দ্র সুত্রধর বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন।



 

Show all comments
  • হারুন ২৮ জুন, ২০১৮, ৫:২৪ পিএম says : 0
    অনেক ভাল কাজ করচে দুদক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘুষ

৯ সেপ্টেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ