Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেইমারকে চাপমুক্ত রাখতেই...

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৮, ৫:২৬ পিএম

চোট কাটিয়ে উঠলেও এখনও শতভাগ ফিট নন ব্রাজিল দলের নিয়মিত অধিনায়ক নেইমার। বিশ্বকাপে তাই পুরো দায়িত্ব তারকা এই ফরোয়ার্ডের কাঁধে চাপানো উচিত হবে না বলে মনে করেন ব্রাজিল কোচ তিতে।

ডান পায়ের পাতার হাড় ভেঙে প্রায় তিন মাস পর মাঠে ফিরে প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের বিপক্ষে ১০ বার ফাউলের শিকার হন। পুরো ম্যাচে স্বচ্ছন্দ ছিলেন না বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার। দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ২-০ গোলের জয়ে শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দারুণ এক গোল করলেও পেনাল্টির জন্য অভিনয় করায় সমালোচনার মুখে পড়েন নেইমার।

তবে দলের সবচেয়ে বড় তারকার সামর্থ্যে বিশ্বাস রাখছেন তিতে, ‘সে প্রতিভাবান খেলোয়াড়। কিন্তু সে তার স্বাভাবিক মানের চেয়ে পিছিয়ে আছে নইলে এমন খেলতো না। সে মাত্র সেরে ওঠার পর্যায়ে আছে।’ তিতে বলেন, ‘এটা একটা উন্নতির প্রক্রিয়া, আপনি যদি তার শেষ দুই ম্যাচের হিট ম্যাপ দেখেন, এটা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। হয়তো সে পরের ম্যাচেই নিজের সেরা ছন্দে থাকবে। তার কাঁধে পুরো দায়-দায়িত্ব চাপিয়ে দেওয়া আমাদের উচিত নয়।’ 

মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে সেলেসাও দলের অধিনায়কত্বের বন্ধনী ছিল মার্সেলোর হাতে, দ্বিতীয় ম্যাচে অধিনায়ক ছিলেন থিয়াগো সিলভা। সাবিয়ার ম্যাচে মিরান্ডার হাতে উঠতে যাচ্ছে অধিনায়কের বাহুবন্ধনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া বিশ্বকাপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ