বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
চোটের জন্য বিশ্বকাপেই নেই দানি আলভেস। প্রথম ম্যাচ খেলার পর চোটে পড়েন দানিলো। এবার মাঠের বাইরে চলে গেলেন মার্সেলো। রক্ষণ গুছিয়ে নিতে একটু সময় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গাব্রিয়েল জেসুস, ফিলিপে কৌতিনিয়ো আর নেইমার দ্রুত গতিতে আক্রমণে গিয়ে ভীতি ছড়ান সার্বিয়ার রক্ষণে। ম্যাচের ২৫তম মিনিটেই এগিয়ে যেতে পারতো ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
শুরু থেকে রক্ষণে মনোযোগ দেওয়া সার্বিয়া পিছিয়ে পড়ার পর একটু আক্রমণাত্মক খেলে। তবে ব্রাজিলের জমাটরক্ষণ ভেঙে আলিসনের পরীক্ষা নিতে পারেনি একবারের জন্যও। প্রথমার্ধে ম্লাদেন ক্রাস্তাইচের শিষ্যরা লক্ষ্যে রাখতে পারেনি কোনো শট।
বিরতি থেকে ফিরে দলকে আরো এগিয়ে দেন থিয়াগো সিলভা। ৬৮ মিনিটে পাওয়া নেইমারের করা মাপা কর্ণার থেকে আসা বলে ক্ষীপ্রতার সঙ্গে সার্ব জালে জড়ান পিএসজির এই সেন্ট্রাল ডিফেন্ডার।
সুইজারল্যান্ড-কোস্টা রিকা
একই সময়ে নিঝনি নভগোরদে গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি সুইজারল্যান্ড-কোস্টারিকার ম্যাচটিতেও ফিরেছে প্রাণ। ৩১তম মিনিটে করা জামাইলি গোলে এগিয়ে সুইসরা।
ম্যাচের শুরু থেকে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য ছিল কোস্টা রিকার। তবে খেলার ধারার বিপরীতে ৩১তম মিনিটে গোল খেয়ে বসে মধ্য আমেরিকার দেশটি।
ডান দিক থেকে আক্রমণে ওঠা জুভেন্টাস ডিফেন্ডার স্টেফান লিশ্টস্টাইনারের ক্রস ডি-বক্সে পেয়ে হেডে ছয় গজ বক্সের মুখে বাড়ান ফরোয়ার্ড ব্রিল এমবোলো আর জোরালো শটে বল জালে পাঠান মিডফিল্ডার ব্লেরিম জেমাইলি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।