Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, সঙ্গী সুইজারল্যান্ড

ব্রাজিল ২-০ সার্বিয়া, সুইজারল্যান্ড ২-২ কোস্টারিকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৮, ৫:২২ পিএম | আপডেট : ২:০২ এএম, ২৮ জুন, ২০১৮

রাশিয়া বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে সার্বিয়াকে ২-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলয় নাম লিখিয়েছে ব্রাজিল। গ্রুপের অপর ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে তাদের সঙ্গী সুইজারল্যান্ড।

ব্রাজিল-সার্বিয়া

শুরুতেই বড় একটা ধাক্কা খায় ব্রাজিল। চোট পেয়ে দশম মিনিটে মাঠ ছাড়েন নির্ভরযোগ্য ডিফেন্ডার মার্সেলো। তার জায়গায় এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নামেন আতলেতিকো মাদ্রিদের ফিলিপে লুইস।

চোটের জন্য বিশ্বকাপেই নেই দানি আলভেস। প্রথম ম্যাচ খেলার পর চোটে পড়েন দানিলো। এবার মাঠের বাইরে চলে গেলেন মার্সেলো। রক্ষণ গুছিয়ে নিতে একটু সময় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

গাব্রিয়েল জেসুস, ফিলিপে কৌতিনিয়ো আর নেইমার দ্রুত গতিতে আক্রমণে গিয়ে ভীতি ছড়ান সার্বিয়ার রক্ষণে। ম্যাচের ২৫তম মিনিটেই এগিয়ে যেতে পারতো ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বামপ্রান্ত দিয়ে একটি জোরালে দলীয় আক্রমণ ঠাঁই নিয়েছিল সার্ব ডি বক্সের মধ্যে। জটলায় আটকে যাওয়া সেসুসের কাছ থেকে বল উদ্ধাবর করে বাঁম পা দিয়ে বাঁকানো শটে গোলের টেষ্টা করেছিলেন নেইমার। তবে গোলরক্ষক ঝাপিয়ে পড়ে আলতো ছোঁয়ায় বলের গতি পরিবর্তন না করলে বিপদ হতে পারতো সার্বিয়ার।

তবে এর ১০ মিনিট বাদেই সেই আক্ষেপ মিটিয়ে দিয়েছেন পাউলিনহো। জেসুস, নেইমারের কারিকুরিতে দূরপাল্লার এক শট খুঁজে নেয় ফাঁকায় দাঁড়ানো বার্সা মিডফিল্ডারকে। উঁচুতে লাফিয়ে এগিয়ে আসা গোলরক্ষক ভ্লাদিমির স্তয়কোভিচের মাথার উপর দিয়ে বল জালে পাঠাতে ভুল করেননি তিনি।

শুরু থেকে রক্ষণে মনোযোগ দেওয়া সার্বিয়া পিছিয়ে পড়ার পর একটু আক্রমণাত্মক খেলে। তবে ব্রাজিলের জমাটরক্ষণ ভেঙে আলিসনের পরীক্ষা নিতে পারেনি একবারের জন্যও। প্রথমার্ধে ম্লাদেন ক্রাস্তাইচের শিষ্যরা লক্ষ্যে রাখতে পারেনি কোনো শট।

বিরতি থেকে ফিরে দলকে আরো এগিয়ে দেন থিয়াগো সিলভা। ৬৮ মিনিটে পাওয়া নেইমারের করা মাপা কর্ণার থেকে আসা বলে ক্ষীপ্রতার সঙ্গে সার্ব জালে জড়ান পিএসজির এই সেন্ট্রাল ডিফেন্ডার।

সুইজারল্যান্ড-কোস্টা রিকা

একই সময়ে নিঝনি নভগোরদে গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি সুইজারল্যান্ড-কোস্টারিকার ম্যাচটিতেও ফিরেছে প্রাণ। ৩১তম মিনিটে করা জামাইলি গোলে এগিয়ে সুইসরা।

ম্যাচের শুরু থেকে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য ছিল কোস্টা রিকার। তবে খেলার ধারার বিপরীতে ৩১তম মিনিটে গোল খেয়ে বসে মধ্য আমেরিকার দেশটি।

ডান দিক থেকে আক্রমণে ওঠা জুভেন্টাস ডিফেন্ডার স্টেফান লিশ্টস্টাইনারের ক্রস ডি-বক্সে পেয়ে হেডে ছয় গজ বক্সের মুখে বাড়ান ফরোয়ার্ড ব্রিল এমবোলো আর জোরালো শটে বল জালে পাঠান মিডফিল্ডার ব্লেরিম জেমাইলি।

বিরতি থেকে ফিরে ওয়াটসনের গোলে (৫৬ মিনিটে) সমতায় ফেরে কোস্টারিকা। ৮৮ মিনিটে ফের ববধান বাড়ান দ্রিমিচ, তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমারের গোলে ২-২ সমতায় শেষ হয় সুইজারল্যান্ড-কোস্টারিকা ম্যাচটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া বিশ্বকাপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ