Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মায় ২০ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবি

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৮, ১২:০৪ পিএম

বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের মাঝপদ্মায় ২০ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে প্রবল বাতাসের তোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী লঞ্চঘাট ব্যবস্থাপক আবদুস সালাম জানান, প্রবল বাতাস ও ঢেউয়ের তোড়ে সকাল পৌনে ১০টার দিকে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী আসার পথে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবে যায়।
এ ঘটনার পর পরই স্থানীয় ডুবুরিরা উদ্ধারকাজে নামেন। তবে কতজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে তাৎক্ষণিক তা জানা যায়নি।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে সকাল ৯টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ