Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শঙ্কা উড়িয়ে শেষ ষোলয় আর্জেন্টিনা

গ্রুপের অপর ম্যাচে ২-১ গোলে আইসল্যান্ডকে হারিয়েছে ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৮, ১০:৫৯ পিএম | আপডেট : ১:৫৯ এএম, ২৭ জুন, ২০১৮
বাঁচা-মরার লড়াইয়ে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটেই লিওনেল মেসির দারুণ এক গোলে এগিয়ে যায় দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এভার বানেগার বল খুঁজে নিল মেসিকে। উরুতে প্রথম টাচের পর সেটি নিলেন ডান পায়ে, দুর্দান্ত এক শটে করলেন গোল। বিশ্বকাপে নিজের প্রথম গোল পেলেন মেসি, আর্জেন্টিনা নিল ১-০ গোলের লিড।
 
আরো দুটি গোলের সুযোগ পেয়েছিল সাম্পািওলির দল। ম্যাচের ৩২তম মেসির লম্বা রক্ষণচেরা পাস খুঁজে নিয়েছিল ফাঁকায় দাঁড়ানো অ্যাঞ্জেল ডি মারিয়াকে। বল পায়ে নিয়েই গোলের লক্ষ্যে এগিয়েও ছিলেন এই উইঙ্গার। তবে ওয়ান বাই ওয়ানে থাকা এই পিএসজি তারকাকে নিশ্চিত গোল হচ্ছে যেনে পেছন থেকে আলতো ছোঁয়ায় ফেলে দেন ডিফেন্ডার। এ যাত্রায় হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি, বিপদজনক জায়গায় ফ্রি কিক পায় আর্জেন্টিনা।
 
২০ গজ দূর থেকে বাঁকানো শটে ব্যবধান প্রায় বাড়িয়েও ফেলেছিলেন মেসি। তবে তরুণ গোলরক্ষক ফ্রান্সিস অজোহো দারুণ ক্ষিপ্রতার সঙ্গে লাফিয়ে হাত ছুইয়ে দেয়ায় বারে লেগে বল চলে যায় বাইরে। সে যাত্রায় রক্ষা পায় নাইজেরিয়া।
 
বিরতি থেকে ফিরে নিজেদের ফিরে পায় নাইজেরিয়াও। আক্রমণের ধার বাড়লে চাপও বাড়ে আর্জেন্টাইন রক্ষণে। সেই চাপে পড়েই কিনা কর্ণার থেকে উড়ে আসা বল ফেরানোর চেষ্টায় এক সুপার ঈগলকে ফেলে দিলে পেনাল্টি পায় নাইজেরিয়া। সেখান থেকে গোল পেতে খুব একটা বেগ পেতে হয়নি ভিক্টর মোজেজের।
 
৮৬ মিনিটে দুরন্ত ক্রস থেকে গোল করে ফের আর্জেন্টিনাকে এগিয়ে দেন রোহো। শেষ পর্যন্ত আরো কোন অঘটন না ঘটলো ২-১ গোলের এই জয়ে শেষ ষোল নিশ্চিত হয় আর্জেন্টিনার।
 
একই সময় গ্রুপের অন্য ম্যাচে রোস্তভে নেমেছে ক্রোয়েশিয়া-আইসল্যান্ড। ঐ ম্যাচেও একই ব্যবধানে (২-১ গোলে) জেতে ক্রোয়াটরা। এই জয়ে শেষ ষোলয় গ্রুপ চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়ার সঙ্গী হল আর্জেন্টিনা।
 
দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে আর্জেন্টিনার। জিততেই হবে। কোন বিকল্প নেই। শুধু তাই নয়, অপর ম্যাচে আইসল্যান্ড জয় পেলে মাথায় রাখতে হবে গোল ব্যবধানটাও। এমন ম্যাচে কেমন করবে আর্জেন্টাইনরা? প্রতিপক্ষ নাইজেরিয়া, যাদের বিপক্ষে সর্বশেষ মোকাবেলায় উড়ে গিয়েছিল তারা। কিন্তু বিশ্বকাপের আসরে আবার তাদের বিপক্ষেই শতভাগ জয়ের রেকর্ড। সব কিছুই অতীত। বর্তমান নাইজেরিয়া দলটা বেশ শক্তিশালী। খেলছেও দারুণ। তাই সব মিলিয়ে দারুণ একটি ম্যাচ উপভোগ করতে যাচ্ছে ফুটবল প্রেমীরা।

চলতি বিশ্বকাপে এখনও নিজেকে চেনাতে পারেননি লিওনেল মেসি। অথচ দুর্দান্ত ফর্ম নিয়েই বিশ্বকাপে পা রেখেছিলেন তিনি। হঠাৎ ছন্দ হারানো এ তারকা হয়তো নাইজেরিয়াকেই বেছে নেবেন ফর্মে ফেরার জন্য। কারণ আর্জেন্টাইনরা স্বপ্নটা বুনছে যে তাকে ঘিরেই। এছাড়া ডি মারিয়া, গঞ্জালো হিগুয়েইনের সেরা ফর্মের প্রত্যাশায় থাকবে সমর্থকরা।
 
আইসল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছেন আহমেদ মুসা। সবচেয়ে বড় কথা দু’টি গোলই ছিল নজরকাড়া। আর্জেন্টিনার বিপক্ষেও এমন কিছুই করতে চাইবেন তিনি। এছাড়া ভিক্টর মোসেস ও জন ওবি মিকেলরা জ্বলে উঠলে বড় ভোগান্তিতে পড়তে হতে পারে আর্জেন্টিনাকে।
 
সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল
আর্জেন্টিনা : (৪-৩-৩) আরমানি, সালভিও, মারকেদো, ওতামেন্দি, ত্যাগলিয়াফিকো, বানেগা, মাশ্চেরানো, পেরেজ, মেসি, ডি মারিয়া ও হিগুয়েইন।নাইজেরিয়া : (৩-৫-২) উজোহো, বালোগান, ট্রুস্ট-একং, ওমেরুয়ো, মোসেস, এনদিদি, মিকেল, এতোবো, ইদোউ, কেলেচি ও মুসা।
 
শেষ দুটি ম্যাচে নিজেদের মতো খেলতে পারেনি আর্জেন্টিনা। ডিফেন্সে বড় দুর্বলতাই দেখা গিয়েছে তাদের। মাঝমাঠেও। আর ওই দিকে শেষ ম্যাচে আইসদের বিপক্ষে দুর্দান্ত জয়ে দারুণ আত্মবিশ্বাসী নাইজেরিয়া। গত বছর এই আর্জেন্টিনার বিপক্ষে বড় জয়টাও তাদের প্রত্যাশাকে বাড়াচ্ছে। কিন্তু লড়াইটা যখন বিশ্বকাপে তখন ভাবতে হচ্ছে অনেক কিছু। নামের বিচারে এগিয়ে থাকবে আর্জেন্টিনা। আর কে না জানে এ ধরণের দলগুলো ঘুরে দাঁড়াতে পারে যখন তখন। তারই প্রমাণ আরেকবার পেল বিশ্ব।
 
অতিরিক্ত সংযোজন :
১) এ দুই দলের আট লড়াইয়ের চারটিই হয়েছে বিশ্বকাপে। আর বিশ্বকাপের সবকটি ম্যাচই জিতেছে আর্জেন্টিনা।
২) শেষ তিন বিশ্বকাপে (২০০২, ২০১০ ও ২০১৪) গ্রুপ পর্বেই নাইজেরিয়ার মোকাবেলা করে আর্জেন্টিনা।
৩) গত নভেম্বরে এ দুই দলের সর্বশেষ মোকাবেলায় ৪-২ গোলে জিতেছিল নাইজেরিয়া।
৪) বিশ্বকাপ ইতিহাসে এবারই সবচেয়ে বেশি টানা চার ম্যাচে জয়হীন হয়েছে (ড্র ২, পরাজয় ২) আর্জেন্টিনা।
৫) এর আগে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও কমপক্ষে একটি জয় নিয়েই ফিরেছে আর্জেন্টিনা।
৬) সর্বশেষ ২০০২ সালে গ্রুপ পর্ব পার হতে পারেনি আর্জেন্টিনা। সেবারও গ্রুপ পর্বে ছিল নাইজেরিয়া। তাদের বিপক্ষে অবশ্য জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা।
৭) বিশ্বকাপে নাইজেরিয়ার ছয়টি জয়ই এসেছে ইউরোপিয়ান প্রতিপক্ষের সঙ্গে। বাকি লড়াইয়ে পাঁচটি হার ও দুইটি ড্র।


 

Show all comments
  • Mahamud Hasan Bappa ২৭ জুন, ২০১৮, ২:৫৫ এএম says : 0
    অসাধারণ একটা ম্যাচ দেখলাম, এই বিশ্বকাপের সেরা ম্যাচগুলোর মধ্যে একটা, মেসি, আর্জেন্টিনা অনেক উন্নতি হয়ছে, খেলা দেখে আনন্দ পাইছি, শেষ জয় আমাদেরই হয়ছে, আর্জেন্টিনা
    Total Reply(0) Reply
  • Sadia Afrin ২৭ জুন, ২০১৮, ২:৫৬ এএম says : 0
    Congratulations Argentina
    Total Reply(0) Reply
  • Md Shafiqul Islam ২৭ জুন, ২০১৮, ৩:০৪ এএম says : 0
    welldone Argentina
    Total Reply(0) Reply
  • nazrul islam ২৭ জুন, ২০১৮, ১১:৫৬ এএম says : 0
    আরজেনটিনা বেছে গেল। 27.06.2018
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া বিশ্বকাপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ