বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা দিলিপ দাসের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
দিলিপ দাসের এমএলএসএস থেকে বছর পাঁচেক পূর্বে ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা হিসেবে পদোন্নতি হয়। এরপর থেকে নানাবিধ অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতিতে জড়িয়ে পড়েন। মনোহরদী উপজেলায় বাড়ি ও একই উপজেলায় চাকরি করার সুবাধে যেকোন ভূমি অফিসে গিয়ে বিভিন্ন এলাকার মানুষের জমির খারিজ করা ও পর্চা উত্তোলন বাণিজ্য করে থাকতেন। পাশাপাশি সরকারি জমি দখল করারও অভিযোগ রয়েছে দিলিপ দাসের বিরুদ্ধে। সাময়িক বরখাস্তও করা হয় তাকে। বিষয়টি তৎকালীন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান এর নজরে আসলে তাকে রায়পুরা উপজেলার একটি ভূমি অফিসে শাস্তিমূলক বদলি করা হয়। চালাকচরে যোগদানের পর পুণরায় দিলিপ দাস তার পূর্বের অবস্থানে ফিরে যায়। প্রতি শুক্রবার দিলিপ দাস দুপুর থেকে রাত ৮/৯টা পর্যন্ত ভূমি অফিসের একটি দরজা খুলে বিভিন্ন এলাকার জমির খারিজসহ নানাবিধ বিষয়ে আর্থিক লেনদেন করে থাকেন। এছাড়াও তার বিরুদ্ধে উপজেলার স্টাফ মিটিং এর বিভিন্ন সিদ্ধান্ত ও তথ্য স্বজনপ্রীতির মাধ্যমে আদান প্রদানের অভিযোগও রয়েছে। এ ব্যাপারে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শহিদ উল্লাহ বলেন, বিষয়টি ইতোমধ্যে আমার গোচুরীভূত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।