Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনোহরদীতে জনস্বাস্থ্য প্রকৌশল ভবন উদ্বোধন

মনোহরদী (নরসিংদী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ১২:০৬ এএম

মনোহরদী উপজেলায় সাড়ে ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের উদ্বোধন করলেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। গত শনিবার বিকালে আনুষ্ঠানিকভাবে এ ভবনের উদ্বোধন করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর বাস্তবায়নে নব-নির্মিত জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাফিয়া আক্তার শীমু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর নির্বাহী প্রকৌশলী বশীর আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর মনোহরদীর উপ-প্রকৌশলী মো. মস্তোফা, মনোহরদী উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মো. রুহুল ছগীরসহ উপজেলা পর্যায়ের অন্যান্য সরকারি কর্মকর্তা ও স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মনোহরদী উপজেলা জামে মসজিদের ঈমাম মাওলানা মেজবাহ উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মনোহরদীতে জনস্বাস্থ্য প্রকৌশল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ