Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে অনিক হত্যার দুই আসামি ভারতে গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৮, ১২:০১ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীতে যুবলীগ কর্মী এম আর অনিক হত্যা মামলার দুই আসামিকে ভারতে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশ গতকাল (সোমবার) তাদের দুজনকে বাংলাদেশ পুলিশের হাতে সোপর্দ করেছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গত শুক্রবার ফ্রি স্ট্রিট স্কুল এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতার মহিউদ্দিন তুষার (৩০) মামলার প্রধান আসামি। এখলাসুর রহমান (২২) এজাহারনামীয় ১০ নম্বর আসামি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন জানান, দুই আসামি খুনের পরপর ভারতে পালিয়ে যায়। কলকাতা পুলিশ তাদের ভিসা বাতিল করে আটক করেছে। তাদের যশোরের বেনাপোল সীমান্তে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সিএমপির একটি দল তাদের নিয়ে বেনাপোল থেকে চট্টগ্রাম আসছে। তাদের চট্টগ্রামে আনার পর আজ (মঙ্গলবার) পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
সিএমপির কর্মকর্তারা জানান, ওই দুজন মোস্ট ওয়ান্টেড আসামি ভারতে পালিয়ে যাওয়ার খবর পায় পুলিশ। এরপর তারা ওই দুজনকে ধরতে তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রেরণ করে কলকাতা পুলিশকে অনুরোধ করে। বাংলাদেশের পুলিশের অনুরোধে সাড়া দিয়ে কলকাতা পুলিশ তাদের ধরে এদেশে হস্তান্তর করেন। তবে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে দুই আসামিকে গ্রেফতার করা হয়। পরে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঈদুল ফিতরের পরদিন গত ১৭ জুন রাতে নগরীর চট্টেশ্বরী রোডের মুখে পিতার সামনে খুন করা হয় এম আর আনিককে। এই ঘটনায় অনিকের বাবা মোঃ নাছির চকবাজার থানায় ১২ জনকে আসামি করে মামলা করেন। আসামিরা সকলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মী। স্থানীয়রা বলছেন, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রæপের বিরোধে অনিককে খুন করা হয়। মামলার অপর আসামিরা হলেন- মিন্টু (৩২), ইমরান শাওন (২৬), ইমন (১৬), শোভন (২৪), রকি (২২), অপরাজিত (২২), অভি (২১), বাচা (২২), দুর্জয় (২১) এবং অজয় (২১)। এদের কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে অনিকের খুনিদের গ্রেফতারের দাবিতে ইতোমধ্যে নগরীতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে অনিকের পরিবারের সদস্য, আওয়ামী লীগ ও যুবলীগের একাংশের নেতাকর্মীরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ