Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেইজিংয়ে প্রথম আন্তর্জাতিক প্রতিরক্ষা ফোরামে পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ৭:৩৯ পিএম

পাকিস্তান সশস্ত্র বাহিনীর জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টার্সের অপারেশনাল প্লানিং ব্যুরোর প্রধান মেজর জেনারেল অনিকের নেতৃত্বে পাকিস্তানের একটি প্রতিনিধিদল ইন্টারন্যাশনাল কলেজ অব ডিফেন্স স্টাডিজের প্রথম আন্তর্জাতিক প্রতিরক্ষা ফোরামে যোগ দিয়েছে। চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি (এনডিইউ) এই ফোরামের আয়োজন করে। এর উদ্দেশ্য ছিল চীন ও অন্যান্য দেশের মধ্যে সামরিক বিনিময় ও সহযোগিতা জোরদার করা। সামরিক ও বেসামরিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর বিশেষজ্ঞ ও পÐিত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মতবিনিময় করে। এতে কলেজে অধ্যয়নরত ১৮০ জনেরও বেশি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাসহ মোট ৪০০ ব্যক্তি অংশ নেন। ‘নিউ চেঞ্জেস অব ওয়ার ফর্ম অ্যান্ড অপারেশনাল প্যাটার্নস’ থিমের ওপর জোর দিয়ে ফোরামে স্নায়ুযুদ্ধ-পরবর্তী আঞ্চলিক যুদ্ধ বা সঙ্ঘাতের ঘটনাগুলোর ওপর গভীরভাবে আলোকপাত এবং আধুনিক যুদ্ধের মূল বৈশিষ্ট্য, প্রভাব ও ভবিষ্যত প্রবণতা বিশ্লেষণ করা হয়। ফোরামে কিনোট বক্তৃতা করেন মেজর জেনারেল অনিক, মেসেডোনিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী বেকিম মাকসুতি, ন্যাটোতে ড্যানিশ সামরিক প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল মাইকেল ললেসগার্ড, আমেরিকান ইউনিভার্সিটির এশিয়ান স্টাডিজ প্রোগ্রাম রিসার্চের চেয়ার ও ইন্টারন্যাশনাল রিলেশন্সের অধ্যাপক ঝঅও কানশেঙ, পিএলএ একাডেমি অব মিলিটারি সায়েন্সেসের সিনিয়র রিসার্চ ফেলো মেজর জেনারেল চেন রঙদি। এসএএম।



 

Show all comments
  • আকাশ ২৫ জুন, ২০১৮, ২:২৭ এএম says : 0
    এগিয়ে যাও .............
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ