Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানির নায়ক ক্রুস

জার্মানি ২-১ সুইডেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ১:০০ এএম | আপডেট : ২:৩০ এএম, ২৪ জুন, ২০১৮

সোচির ফিশৎ স্টেডিয়ামে শনিবার ‘এফ’ গ্রুপের ম্যাচের শুরুতেই জার্মানি পেয়ে যায় গোলের সুযোগ। কিন্তু কয়েক হাত দূর থেকে ড্রাক্সলারের শট ঠেকিয়ে দিয়েছেন সুইস ডিফেন্ডার গ্রাঙ্কভিস্ট। খানিক পরেই ডান দিক থেকে মার্কো রয়েসের শট দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন সুইডিশ ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফ।

১৩ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মার্কাস বার্গ। দারুণ একটা থ্রু বল পেয়ে ঢুকে পড়েছিলেন বক্সের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত ম্যানুয়েল নয়্যার ঠেকিয়ে দিয়েছেন তাঁর শট। যদিও বার্গ দাবি করেছিলেন, বোয়েটাং তাঁকে ফাউল করেছেন। তবে রেফারি পেনাল্টি দেননি। প্রথমার্ধের শেষ দিকে আরও একটি দারুণ সুযোগ পেয়েছিল সুইডেন, কিন্তু নয়্যার সেভ করে বাঁচিয়ে দিয়েছেন দলকে। 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া বিশ্বকাপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ