Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল - টাঙ্গাইলে ইসি সচিব

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৮, ১১:৩৩ পিএম


আগামী অক্টোবরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন ইসি সচিব। হেলালুদ্দীন আহমদ বলেন, বাসাইল পৌরসভা একটি ছোট পৌরসভা। ১০টি কেন্দ্র। কিন্তু এরপরও নির্বাচন কমিশন প্রত্যেকটি নির্বাচনকে অনেক গুরুত্ব দিয়ে থাকে। সেই হিসেবে অতিরিক্ত সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আনসার কমান্ডার এবং আমাদের র‌্যাবের অধিনায়কসহ বিজিবি সব ধরনের কর্মকর্তাদের সঙ্গে আজকে আমরা এখানে একটি মতবিনিময় করেছি।তাঁদের নির্বাচন কমিশনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
নির্বাচন কমিশন চায় একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়। এ নির্বাচনে কোনো প্রকার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সচিব জানান, নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করতে ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি আগামী ৩০ জুনের নির্বাচন গ্রহণযোগ্য হবে। বাসাইল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় মেয়র পদে তিন জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, র‌্যাব কমান্ডার মেজর রবিউল ইসলাম, বাসাইল পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ