বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রচন্ড ভিড়ে তড়িঘড়ি করে লঞ্চে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়েও প্রশাসন, ফায়ার সার্ভিসের তৎপরতায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেন সাঁতার না জানা ফয়সাল। ঘটনাটি ঘটে গত শুক্রবার দুপুরে শিবচরের কাঠালবাড়ি লঞ্চ ঘাটে। এর আগে গত ২৩ মে রাতে লঞ্চ ঘাটের পল্টুন থেকে পদ্মায় পড়ে শহিদুল ইসলাম নামের এক লঞ্চযাত্রী নিখোঁজ হয়। পরদিন লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, শুক্রবার সকাল থেকে কাঠালবাড়ি ঘাট হয়ে কর্মস্থলমুখী যাত্রীদের ঢল নামে। লঞ্চ, স্পীডবোট ও ফেরিতে এদিন কানায় কানায় পূর্ণ ছিল। বেগতিক পরিস্থিতি সামাল দিতে সকাল থেকেই লঞ্চ ঘাটে অবস্থান নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ, বিআইডবিøউটিএর উপ পরিচালক কবির হোসেনের নেতৃত্বে পুলিশ, বিআইডবিøউটিএ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যরা। দুপুরে লঞ্চ ঘাটে প্রচন্ড ভিড়ের মাঝে মোঃ ফয়সাল (২৬) নামের এক যাত্রী কাধে ঝোলানো ব্যাগসহ লঞ্চে উঠতে গেলে পদ্মার পানিতে পড়ে যান। তার চিৎকারে তাৎক্ষনিক উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এগিয়ে আসেন। কিন্তু নদী থেকে পল্টুনে উঠানোর কোন সরঞ্জাম না থাকায় সবাই শংকিত হয়ে উঠে। পরে একটি বাঁশ দিয়ে টেনে উঠানো হয় তাকে। পানি থেকে যাত্রী উত্তোলনের জন্য সরঞ্জাম না থাকায় এসময় লঞ্চ সম্পৃক্তদের উপর ক্ষোভ প্রকাশ করেন বিআইডবিøউটিএর উপ পরিচালক। পরে ফয়সালকে শুশ্রæষা দিয়ে শিমুলিয়াগামী লঞ্চে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফয়সাল ঈদ উপলক্ষ্যে শিবচরের আত্মীয় বাড়িতে বেড়ানো শেষে বাড়ি ফিরছিলেন। ফয়সালের বাড়ি নারায়নগঞ্জ জেলায়। ফয়সাল বলেন, তাড়াহুড়া করে উঠতে গিয়ে নদীতে পড়ে গিয়েছিলাম। সাঁতার কাটতে পারি না তাই খুব ভয় পেয়েছিলাম। তবে প্রশাসন ও ফায়ার সার্ভিসের দ্রæত হস্তক্ষেপে এ দফায় প্রাণে বেঁচে গেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।