Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরো দুঃসংবাদের আশঙ্কা মেসি-ভক্তদের!

আর্জেন্টিনা শিবিরে বিদ্রোহের আগুন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৮, ৩:৩১ পিএম | আপডেট : ১১:১১ এএম, ২৪ জুন, ২০১৮

আর্জেন্টিনা শিবিরে বিদ্রোহের আগুন। যে আগুন শেষ হলে দলটিতে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। ক্রোয়েশিয়ার কাছে হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা আর্জেন্টিনার। মড্রিচ-রাকিটিচদের কাছে হারের পরেই নীল-সাদা জার্সিধারী শিবিরে হোর্হে সাম্পাওলি ফুটবলারদের বিদ্রোহের মুখে পড়েছেন বলে খবর।


এর মধ্যেই আরও একটা খবর বের হয়েছে আর্জেন্টিনা শিবির থেকে। যে খবরে মন ভাঙতে পারে আর্জেন্টাইন সমর্থকদের। বিশ্বকাপে আর্জেন্টিনার ভরাডুবি ঘটলেই একাধিক তারকা অবসর নেবেন। লিওনেল মেসি আগেই জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরলেই বুটজোড়া তুলে রাখবেন তিনি। শুধু মেসি নন, দলের বাকি সিনিয়র খেলোয়াড় আগুয়েরো, ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মার্কোস রোহো, এভার বানেগা, অ্যাঞ্জেল ডি মারিয়া, হ্যাভিয়া মাচেরানো এবং সম্ভবত গঞ্জালো হিগুয়েইনও অবসর নিয়ে ফেলবেন। তারকা ফুটবলাররা সরে দাঁড়ালে আর্জেন্টিনার ফুটবল দুনিয়ায় নেমে আসতে পারে অন্ধকার।


মেসি-সহ বাকি তারকাদের পরে সেভাবে আর তারকা উঠে আসেননি আর্জেন্টাইন ফুটবলে। তারকাদের এই অভাব পূরণ করা সহজ হবে না আর্জেন্টিনার পক্ষে, তা হলফ করে বলাই যায়।



 

Show all comments
  • Sadek Raju ২৩ জুন, ২০১৮, ৩:৫৫ পিএম says : 0
    আর্জেন্টিনার নতুন তারকা প্রয়োজন । এই তারকাদের অবসর নেওয়াই প্রয়োজন ।
    Total Reply(0) Reply
  • অবুঝ মন ২৮ জুন, ২০১৮, ১১:৩৬ এএম says : 0
    Right
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া বিশ্বকাপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ