প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: ইসলামের জীবনধারা এবং এর মাহাত্ম নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা কয়েক মাস আগে ঘোষণা করেছিলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল। তার নতুন এ সিনেমার নাম দিয়েছেন, ‘দ্বীন-দ্য ডে’। এ সিনেমাটি তিনি যৌথ প্রযোজনায় করবেন বলে জানা গেছে। ভারতের সঙ্গে নয়, ইরানের সাথে যৌথভাবে সিনেমাটি নির্মাণ করবেন। এজন্য তিনি সম্প্রতি ইরান সফর করেন। ইরানের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ফারাবি সিনেমা ফাউন্ডেশনের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন তিনি। গত ১৮ জুন প্রতিষ্ঠানটির পরিচালক আলিরেজা তাবেশের সঙ্গে তার আলোচনা হয়। ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলিরেজা স¤প্রতি তেহরান টাইমসকে দেয়া সাক্ষৎকারে বলেছেন, অনন্ত জলিল পুরো বিষয়টি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তিনি যা ভাবছেন, তা অত্যন্ত সময়োপযোগী। ইসলাম নিয়ে এমন সিনেমা নির্মাণ অত্যন্ত জরুরী। তিনি বলেন, অনন্ত জলিল ইরান ও বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ করতে চান। আমরাও খুবই আগ্রহী। আমাদের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। জানা যায়, সিনেমাটির পুরো শূটিং ইরানে করতে চান অনন্ত। সিনেমাটির প্রেক্ষাপট আবর্তিত হবে সিরিয়ায় মুসলিমদের উপর চলা বর্বরতা নিয়ে। এ জন্য ইরানে শূটিং করতে চান অনন্ত। সিনেমাটিতে অভিনয় করবেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। সিনেমার মূল গল্প ভাবনা অনন্তর নিজের। এর চিত্রনাট্য ও সংলাপ লিখছেন প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ। আগামী নভেম্বর মাস থেকে সিনেমাটির শূটিং শুরু হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।