Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, পাবনা | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ৪:২০ পিএম

একটি মুরগীর ভ্যানে চড়ে খেলা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ম শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাবনা বেড়া উপজেলার মোহনগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঐ উপজেলার হাটুরিয়া - নাকালিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মুরগী ব্যবসায়ী বাদশা মোল্লা তার মুরগীর কাভার্ড ভ্যানটি রেখে বাড়ি চলে যায়। এই ভ্যানের উপর বিদ্যুতের তার ঝুলছিল। এলাকার নূর আমিনের পুত্র সপ্তম শ্রেণির ছাত্র নাজমুল ও তার কয়েকজন বন্ধু মিলে বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে এই কাভার্ড ভ্যানের উপর চড়ে খেলা করার সময় নাজমুল বিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে কাভার্ড ভ্যানের উপর মারা যায় । ধারণা করা হচ্ছে; মুরগীর কাভার্ড ভ্যান চুরি রোধ করতে এর উপর বিদ্যুতের তার ঝুলিয়ে রাখা হয়েছিল। বেড়া মডেল থানায় এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ