বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈদের পর হিলি স্থলবন্দরে হঠাৎ করে আমদানিকরা ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা। ঈদের আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪ থেকে ১৫ টাকা কেজি দরে, সেই পেঁয়াজই বৃহস্পতিবার থেকে হিলি বন্দরের পাইকারী বাজারে বিক্রি হচ্ছে প্রকার ভেদে ২০ থেকে ২১ টাকায়।
হিলি কাষ্টম সুত্রে জানা গেছে, ঈদের পর ৩ কর্মদিবসে ভারতীয় ১২৮ ট্রাকে ২ হাজার ৭ শত মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
আমদানিকারক সাইফুল ইসলাম হঠাত করে ঈদের পর হিলি বন্দরের পাইকারী বাজারে দাম বেড়ে উঠার কারন হিসেবে বলছেন, ভারত থেকে বিভিন্ন দেশে পেঁয়াজ রপ্তানি করায় দেশে চাহিদার তুলনায় পেঁয়াজ আমদানি কিছুটা কমেছে। যার প্রভাব পড়েছে হিলি বন্দরের। তবে আমদানি বেড়ে উঠলে বাজার আবারও স্বাভাবিক হয়ে আসবে।
হঠাৎ করে পেঁয়াজর দাম বেড়ে উঠায় পাইকারি ক্রেতারা পড়েছেন বিপাকে। তারা বন্দর থেকে প্রতিদিন ৪ থেকে ৫ গাড়ী পেঁয়াজ কিনলেও এখন তারা কিনছেন ১ থেকে ২ গাড়ী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।