বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
রাশিয়া বিশ্বকাপের ১৬তম ম্যাচে গ্রুপ ‘এইচ’ এর অপেক্ষাকৃত শক্তিশালী পোল্যান্ডকে ২-১ গোলে হারায় সেনেগাল। হারানোর পর আফ্রিকাসহ পুরো বিশ্ব জুড়েই চলছে সেনেগাল বন্দনা। এর মধ্যে সেনেগালের সমর্থকরা এক অনন্য নজির গড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন।
মঙ্গলবার মস্কোর অতক্রিটিয়ে এরিনায় অনুষ্ঠিত হওয়া ম্যাচ শেষে সকল দর্শক গ্যালারি ছাড়লেও থেকে যান কিছু সেনেগালের সমর্থক। এরপর তারা গ্যালারির যেসব অংশে বসেছিলেন সেসব অংশ পড়ে থাকা অবর্জনা নিজ হাতে পরিষ্কার করেন। এ ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পরে টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এর আগে জাপান-দক্ষিণ কোরিয়া ২০০২ বিশ্বকাপে আয়োজক সমর্থকরাও ম্যাচ শেষে এমনি করে প্রতিটি গ্যালারি পরিষ্কার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।