বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
ম্যাচের তিন মিনিটে জাপানের স্ট্রাইকার ইউয়া ওসাকোর নেয়া দারুণ একটা শট ঠেকিয়ে দিয়েছিলেন কলম্বিয়া গোলরক্ষক ডেভিড অসপিনা। ফিরতি বলটা শিনজি কাগাওয়ার পায়ে, সেটা গোলেও যাচ্ছিল। কিন্তু হাত বাড়িয়ে তা ঠেকিয়ে দেন কলম্বিয়া মিডফিল্ডার কার্লোস সানচেজ। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখালেন রেফারি, প্রথম বারের মতো কাউকে মাঠ ছাড়তে হলো এই বিশ্বকাপে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কাগাওয়া, জাপান এগিয়ে গেল ১-০ গোলে।
বিশ্বকাপের ইতিহাসে এটা দ্বিতীয় দ্রুততম রেড কার্ড। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৫৪ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেছিলেন উরুগুয়ের হোসে আলবার্তো বাতিস্তা।
১০ জনের দল নিয়ে ম্যাচে ফিরতে লড়াই করতে থাকে কলম্বিয়া। প্রথমার্ধে কয়েকটি আক্রমণও চালিয়েছে তারা। ম্যাচের ৪০ মিনিটে দলকে সমতায় ফেরান কলম্বিয়ান মিডফিল্ডার হুয়ান ফার্নান্দো কুইন্তেরো, আর তাতেই ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।
ম্যাচের ৭৩ মিনিটে কর্ণার থেকে হেডে গোল করে জাপানের জয় নিশ্চিত করেন স্ট্রাইকার ইউয়া ওসাকো (২-১)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।