বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
রাশিয়া বিশ্বকাপে প্রথম লালকার্ড পেলেন কলম্বিয়ান ডিফেন্ডার কার্লস সানচেজ। গতকাল রাশিয়ার সারানস্কতে অনুষ্ঠিত জাপান ও কলম্বিয়ার মধ্যকার ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে তিনি এই লালকার্ড পান। ম্যাচের তিন মিনিটের মাথায় নিজেদের ডি-বক্সের ভেতর জাপানের শিনজি কাগাওয়ার শট ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে আটকে দেন কার্লস সানচেজ। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাঁজান এবং সানচেজকে সরাসরি লালকার্ড দেখান। পেনাল্টির স্পট কিক থেকে কাগাওয়া গোল করলে ১-০ তে এগিয়ে যায় জাপান।
বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম সময়ে লালকার্ড পাওয়ার রেকর্ড। এর আগে ১৯৮৬ সালে উরুগুয়ের বাতিস্তা ম্যাচ শুরুর মাত্র ৫১ সেকেন্ড সময়ে স্কটল্যান্ডের বিপক্ষে লালকার্ড দেখেছিলেন।
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তি ব্যবহার করায় বেড়েছে পেনাল্টিতে গোলের সংখ্যা। অন্যদিকে গোল লাইন প্রযুক্তিতো রয়েছেই। তাই মাঠে ফাউল হলেও রেফারিরা হলুদ কার্ড ছাড়া লালকার্ড দেখানোর সুযোগ পাচ্ছিলেন না। অবশেষে ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে সেই সুযোগ আসলো। সানচেজকে দেখানো হলো লালকার্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।