জানা গেছে, সউদী আরব ফুটবল দলকে বহন করা রোশিয়া রাশিয়ান এয়ারলাইন্সের এয়ারবাস এ-৩১৯ -এ আগুন লেগে যায়। মূলত ইঞ্জিনের ভেতর একটি পাখি ঢুকে যাওয়ায় ত্রুটি দেখা দেয়। পরবর্তী সময়ে আগুন জ্বলে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতেও দেখা যায়, পাখার নিচে ইঞ্জিনে আগুন জ্বলছে।
উড়োজাহাজটির পাখায় আগুন। ছবি: সংগৃহীত
এক বিবৃতিতে সউদী ফুটবল ফেডারেশন জানিয়েছে, একটি ইঞ্জিনে সামান্য ত্রুটির পর সৌদি টিমের সবাই নিরাপদ আছে। খুব দ্রুতই রোস্তভ-অন-ডন বিমানবন্দরে বিমানটি অবতরণ করে।
বিমান সংস্থাটির একজন মুখপাত্র জানান, সেন্ট পিটার্সবার্গ থেকে ছেড়ে আসা এফভি১০০৭ ফ্লাইটি রোস্তভ-অন-ডন বিমানবন্দরে অবতরণ করেছে। এয়ারবাস এ-৩১৯ এই বিমানটিতে যান্ত্রিক ত্রুটির জন্য একটি পাখি দায়ী। তিনি জানান, বিমানের যাত্রীরা নিরাপদে আছেন। বিমানটি ঠিকমতোই অবতরণ করেছে।
রোস্তভ-অন-ডন বিমানবন্দরে এটি অবতরণের সময় কোনো সতর্ক সাইরেনও বাজানো হয়নি। বিমানটি অবতরণের পর প্রকাশিত আরেক ভিডিওতে দেখা গেছে, খেলোয়াড়রা ১২ বছর পুরনো বিমানটি থেকে শান্তভাবেই বেরিয়ে আসছেন। বিমানবন্দর থেকে সকলে হোটেলেও ফিরে গিয়েছেন নিরাপদেই।
ভিডিও দেখুন এখানে...