বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : শিমুলিয়া কাঠালবাড়ি নৌরুট হয়ে কর্মস্থলমুখী যাত্রীদের তেমন চাপ বাড়েনি। বরং উল্টো চিত্র দেখা দিয়ে ঘরমুখো যাত্রীদের ভীড় বেশি লক্ষ্য করা গেছে। কাঠালবাড়ি ইয়িলাছ আহমেদ চৌধুরী ফেরি ঘাটে ফেরিগুলোকে দীর্ঘসময় যানবাহনের অপেক্ষায় থাকতে দেখা যাচ্ছে।
বিআইডবিøউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষ হলেও শিমুলীয়া-কাঁঠালবাড়ি নৌরুট হয়ে ঢাকাগামী দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ ধীরে ধীরে বাড়ছে। লঞ্চ ও স্পীডবোটে যাত্রী চাপ বাড়লেও ফেরিগুলো দীর্ঘ সময় ঘাটে যানবাহনের অপেক্ষায় থাকছে। তবে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ ছিল বেশি। শিমুলীয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরি, লঞ্চ, স্পীডবোটেই ছিল যানবাহন ও যাত্রীদের উপচে পড়া ভিড়। কাঁঠালবাড়ি ঘাটের যানবাহনগুলোও রয়েছে যাত্রী সঙ্কটে। তবে ঢাকা থেকে ছেড়ে আসা প্রতিটি যানবাহনেই দ্বীগুন ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। এ রুটে চলাচলরত লঞ্চ ও স্পীডবোটগুলোতেও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন। ঈদ-উল ফিতর উপলক্ষে এ রুটে ২০ টি ফেরি, ৮৭ টি লঞ্চ ও ২ শতাধিক স্পীডবোট সার্ভিসে রয়েছে। বিআইডবিøউটিসি কাঁঠালবাড়ি ঘাট ব্যবস্থাপক আঃ সালাম বলেন, এখনো ঈদ ফিরতি যাত্রীদের চেয়ে ঘরমুখো যাত্রীদের চাপ বেশি। কাঁঠালবাড়ি ফেরি ঘাটে যানবাহনের চাপ কম থাকায় ফেরিগুলো দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করছে। কাঁঠালবাড়ি ঘাট ট্রাফিক ইন্সপেক্টর উত্তম শর্মা বলেন, বর্ষা মৌসুমে যাত্রী নিরাপত্তায় কাঁঠালবাড়ি ঘাট এলাকায় সাত দিনের ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।