বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাব্য সংকটের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার রাত ১০টা থেকে পদ্মা নদীতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে ঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে ৬ শতাধিক যানবাহন।
মাদারীপুরের কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, গত এক সপ্তাহ ধরে পদ্মায় নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত হয়। মঙ্গলবার ভোর থেকে ২০টি ফেরির মধ্যে ৬টি ফেরি স্বল্পপরিসরে যানবাহন নিয়ে যাতায়াত করে।
রাত ১০টার দিকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য তীব্র আকার ধারণ করে, এতে বন্ধ করে দেয়া হয় সব ফেরি চলাচল।
এর আগে রাত ৯টায় মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাট থেকে কুমিল্লা নামের একটি কে-টাইপ ফেরি লৌহজং টার্নিং পয়েন্টে এসে নাব্য সংকটে আটকে যায়। ফলে পুনরায় ফেরিটি শিমুলিয়াঘাটের দিকে ফিরে যেতে বাধ্য হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নদীতে চায়না ড্রেজারসহ কয়েকটি ড্রেজার দিয়ে বালু অপসারণ করা হচ্ছে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে ৬ শতাধিক যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি বলে জানান ফেরিঘাটের ওই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।