Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পতিত জমি চাষাবাদের উদ্যোগ নিন

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের মেঘনাতীরে কাকরিয়ার চরের প্রায় ১৫০ একর ফসলি কৃষি জমি দুই বছর ধরে পতিত অবস্থায় আছে। নিজ জমিতে ফসল না করতে পেরে অনেক প্রান্তিক কৃষক ঋণগ্রস্ত ও হতাশ হয়ে পড়ছে। কৃষকদের দাবি, সেচের পানির অভাবে জমিগুলোতে দুই বছর ধরে কোনো আবাদ করা যাচ্ছে না। সেচের পানি পেলে জমিগুলোতে বিপুল পরিমাণ বোরো ধানসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করে নিজেদের প্রয়োজন মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা যেত। মেঘনাতীরের এই চরে পানি সেচের জন্য মেশিন বসালে পাইপসহ সব যন্ত্রপাতি চুরি হয়ে যায়। কে বা কারা এই স্কিমের সেচ মেশিন চুরি করে, তা ওই গ্রামের কৃষকরা জানলেও মুখ খোলে প্রকাশ করে না, পরে ওই দস্যুচোরদের দ্বারা আক্রমণের ভয়ে। ফলে নতুন চরের প্রায় ১৫০ একর ফসলি জমি দুই বছর ধরে ফসলহীন। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন মেঘনাপাড়ের চরের অসহায় কৃষকরা।

এম. মনসুর আলী
অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন