Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৮, ১২:৫৮ পিএম

ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।
সোমবার সকাল থেকে লঞ্চ, ট্রেন ও বাসে করে দেশের নানা প্রান্ত থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা।
তবে রাজধানীর আপন রূপে ফিরতে এখনও সময় লাগবে। কেন না অনেকেই ঈদের সাধারণ ছুটির সঙ্গে বাড়তি ছুটি যোগ করে এখনও ঈদআনন্দে মেতে আছেন।

এদিকে ঈদুল ফিতরের নির্ধারিত ছুটি শেষে আজ থেকে খুলছে সরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ বেসরকারি প্রতিষ্ঠান।

আজ ভোর থেকেই বরিশাল-পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের যাত্রীদের নিয়ে রাজধানীর সদরঘাটে ভিড়তে থাকে লঞ্চগুলো। তবে সদরঘাটে ফেরা অধিকাংশ লঞ্চেই যাত্রীদের তেমন চাপ ছিল না।
এদিন সকালে রাজধানী-ফেরত যাত্রীদের ভিড় দেখা গেছে কমলাপুর রেলস্টেশনেও। যাত্রী নিয়ে শিডিউল অনুযায়ী ট্রেনগুলো পৌঁছাচ্ছে স্টেশনে।

রাজধানীর বাস টার্মিনালগুলোতেও দেখা গেছে একই চিত্র। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঢাকায় ফিরছেন।

রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে, দেশের উত্তরবঙ্গ থেকে ফিরতি বাসে যাত্রীদের ভিড়। তবে এখনও পুরোপুরি ফিরতে শুরু না করায় রাস্তায় তেমন ভোগান্তি ছিল না বলে যাত্রীরা জানান।

সড়কপথে ঢাকাগামী যাত্রীদের চাপ তেমন চোখে না পড়লেও আগামী কয়েক দিনে যাত্রী চাপ বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মজীবী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ