Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামাসের অবস্থানে আবার ইসরাইলের গোলাবর্ষণ, গুলিতে ফিলিস্তিনি নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৮, ৪:১৬ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি পর্যবেক্ষণ পোস্টের ওপর হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। কিছুদিন ধরে গাজার ওপর তেল আবিব আগ্রাসন জোরদার করেছে এবং এই পর্যবেক্ষণ পোস্টের ওপর হামলা তারই অংশ।
বার্তা সংস্থা সাফা জানিয়েছে, ইহুদিবাদী সেনাদের গোলন্দাজ ইউনিট গত শুক্রবার বিকেলে বুর্জ আল-আহমারের কাছে হামাসের অবস্থানে হামলা চালায়। এলাকাটি রাফা শহরের পূর্বে অবস্থিত। হামলায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায় নি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজার লোকজন যখন ইসরাইলকে লক্ষ্য করে পাঁচ হাজার ঘুড়ি ও বেলুন ছাড়ার পরিকল্পনা নিয়েছে তখন হামাসের অবস্থানে হামলা চালালো ইসরাইল।
এদিকে, পশ্চিম তীরের নাবি সালিহ এলাকায় ইহুদিবাদীদের গুলিতে ফিলিস্তিনের দুই তরুণ আহত হয়েছে। তারা দুজনই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিনি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ