বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব কাকালদি এলাকায় দূবৃত্তদের গুলিতে নিহত শাজাহান বাচ্চু(৬৫) হত্যাকান্ডের ৪ দিন পরেও খুনিরা ধরা পরেনি। আইনশৃংখলা রক্ষা বাহিনী হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে আটক এবং হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে পারেনি। দিন অতিবাহিত হবার সাথে সাথে নতুন নতুন বিষয় আলোচনায় আসছে। পরিবারের মধ্যেও হত্যাকান্ডের কারণ সম্পর্কে নতুন ধারনা জন্ম নিচ্ছে।
বিশাকা প্রকাশনীর প্রকাশক কবি ,বøগার শাজাহান বাচ্চু ঢাকা শহর ছেড়ে গ্রামে এসে বসবাস শুরু করেন। এখানেই বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দিতেন। ঘটনার দিনও পরিচিতের মোবাইল কলের ডাকে সাড়া দিয়ে কাকালদি চলে আসেন। বাড়ী থেকে বের হবার ৫০ মিনিটের মধ্যেই হত্যাকান্ড ঘটে। নিহতের মেয়ে আচল জানায়, আব্বু ইছাপুরা বাজারে যাবার কথা ছিল। মোবাইল কল আসায় কাকালদি যায়। পর পর দুই বার কল আসে। পরে দ্রুত প্যান্ট পরে সাড়ে ৫ টায় বাড়ী থেকে বের হয়। আব্বু অপরিচিত কোন নম্বর থেকে কল আসলে রিসিভ করতো না। কাজেই পরিচিত কোন নম্বর থেকে কল করে আব্বু কে ডেকে নিয়ে গেছে।
নিহত বাচ্চুর ছোট ভাই মোঃ মনির হোসেন জানায় তার পিতার বিপুল সম্পতি ছিল। অনেক সম্পতি বেহাত হয়েছে। পরিবারের মুরব্বি ছিলেন শাজাহান বাচ্চু। সম্পতি নিয়ে বিরোধের জের ধরেও হত্যাকান্ড হতে পারে।তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোন আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়নি। নিহত শাজাহানের স্ত্রী ও বলেন এ হত্যাকান্ডের ধারনা করতে আওে কিছু দিন সময় লাগবে। নিহতের বাড়ী গিয়ে দেখা যায় সদ্য এস.এস.সি পাশ করা মেয়ে আচল আর ৯ম শ্রেণিতে পড়া পুত্র দূর্জয় কে নিয়ে মার চোখে মুখে অন্ধকারের ছাপ। টিউশনি করে সংসার চালান তিনি।
নিহত বাচ্চুর সবচেয়ে কাছের বন্ধু নিকট আত্মীয় আনোয়ার হোসেন বলেন, দ্বিতীয় স্ত্রীর সাথে বাচ্চু বনিবনা ছিল না ,সন্দেহের তীর তার দিকে ছোড়েন। এ দিকে নিহতের মেয়ে আচল বলেন,আব্বুকে অনেক নিষেধ করা হয়েছিল মাদকাসক্ত আনোয়ারের সাথে চলাফেরা না করার জন্য। হত্যাকারীরা আনোয়ারের মাধ্যমে আব্বু কে ডেকে নিয়ে যেতে পারে বলে তাদের সন্দেহ। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আসামীী আটক এবং হত্যাকান্ডের রহস্য উদঘাটনে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।