মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পেছানোর আবেদন মঞ্জুর না করায় আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন তার আইনজীবীরা। তাদের দাবি, আদালতের নির্ধারিত শুনানির তারিখ পাকিস্তানের জাতীয় নির্বাচনের খুব কাছাকাছি। তাই তারা শুনানিটি অনির্দিষ্ট সময়ের জন্য পেছানোর আবেদন করেছিলেন। পানামার পেপার্স কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত হওয়ায় গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশে পদত্যাগে বাধ্য হন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তার বিরুদ্ধে মানি লন্ডারিং, কর ফাঁকি, জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ঘটনায় বিচারিক কার্যক্রম এই সপ্তাহেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট জুলাইয়ের ১০ তারিখ পর্যন্ত বিচারের সময় বাড়িয়ে দেন। আর কিছুদিন পরই দেশটিতে সংসদ নির্বাচন হবে। এজন্য তারিখ নিয়ে আপত্তি তোলেন শরীফের আইনজীবীরা। শরীফের প্রধান আইনজীবী খাজা হারিস সোমবার সাংবাদিকদের বলেন, আমরা এই বিচার কাজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ শুনানির তারিখ অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানোর জন্য করা আমাদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।