Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওটিটি ছাড়লেন নওয়াজউদ্দিন সিদ্দিকি!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

‘গ্যাংস অফ ভাসিপুর’ ফিল্মের সাফল্যের পর তারকাখ্যাতি লাভ করে নওয়াজউদ্দিন সিদ্দিকি একে একে ‘সেক্রেড গেমস’, ‘রমণ রাঘব ২.০’ এবং ‘রাত আকেলি হ্যায়’তে অবিস্মরণীয় অভিনয় করেছেন। অভিনেতা নিশ্চিত করেছেন তিনি আর ডিজিটাল মাধ্যমে ফিরবেন না। সিদ্দিকি জানিয়েছেন ওটিটি মাধ্যমের বিষয়বস্তু দিনে দিনে পানসে হয়ে যাচ্ছে। আর ঠিক এজন্যই তিনি আর ওয়েব সিরিজে অভিনয় করবেন না। একটি পোর্টালকে সাক্ষাতকারে তিনি বলেন, “অনাবশ্যক অনুষ্ঠানগুলো পারফরমেন্স কেবল আবর্জনা ত্যাগের মাধ্যমে পরিণত হয়েছে। আসলে এসব অনুষ্ঠানের আসলে দেখারই প্রয়োজনীয়তা নেই। আমি যখন নেটফ্লিক্সের জন্য ‘সেক্রেড গেমস’-এ কাজ করছিলাম সেসময় ডিজিটাল মাধ্যম ছিল রোমাঞ্চকর আর চ্যালেঞ্জ। নতুন প্রতিভাদের সুযোগ সৃষ্টি হয়েছিল। এখন এর তাজাভাব শেষ হয়ে গেছে। এই মাধ্যম এখন বড় প্রডাকশন হাউসগুলোর ধান্দায় পরিণত হয়েছে। আর কিছু অভিনয়শিল্পী বড় ওটিটি তারকায় পরিণত হয়েছে। প্রযোজকরা অপ্রয়োজনে বিপুল অর্থ বিনিয়োগ করছে। বিপুল পরিমাণ মানকে হত্যা করছে।” নওয়াজ জানান ওটিটি তার কাছে এখন অসহ্য লাগে। তিনি বলেন, “যেখানে দেখতেই অসহ্য লাগে এতে কাজ করব কী করে?” তিনি ওটিটির ভবিষ্যত নিয়েও উদ্বিগ্ন। তিনি বলেন, “এই তারকা সিস্টেম বড় পর্দাকে খেয়ে ফেলছে। এই তথাকথিত তারকারা বলিউডের তারকাদের মত আচরণ করছে। তারা ভুলে যাচ্ছে কনটেন্টই হল রাজা।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ