Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক মাসের মধ্যে হলি আর্টিসান মামলার চার্জশিট -ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৮, ৪:৫২ পিএম

আগামী এক মাসের মধ্যে হলি আর্টিসান মামলার চার্জশিট দেয়া হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার দুপুরে মহাখালীর বাস টার্মিনালে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বাস মালিক সমিতির সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মো. আছাদুজ্জামান মিয়া বলেন, মামলাটি একেবারেই শেষ প্রান্তে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক মাসের মধ্যেই চার্জশিট দেয়া হবে।

তিনি বলেন, হলি আর্টিসান মামলাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় অত্যন্ত সচেতনার সাথে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করা হচ্ছে। যার কার্যক্রম প্রায় শেষ প্রান্তে। মামলাটিতে কারা ইন্দনদাতা ও মদদদাতা ছিল তাদের শিকড় বের করতেই চার্জশিট দিতে কিছুটা বিলম্ব হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, এই মামলায় জড়িত অনেকেই বিভিন্ন অপারেশনে নিহতও হয়েছে। অনেককে আটকও করা হয়েছে। সবকিছু মিলে কাজটি যাতে সুষ্ঠু হয় সেই দিক লক্ষ করেই চার্জশিট দিতে একটু সময় লেগেছে। তবে আগামী এক মাসের মধ্যে চার্জশিট দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএমপি কমিশনার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ