Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদবাজার

বোয়ালমারী (ফরিদপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৮, ১২:০০ এএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সদর বাজারে শেষ মুহূর্তে বিভিন্ন শপিং কমপ্লেক্স নিউ মাকের্টে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে গাউন, পার্টি ফ্রগ, প্রজাপতি ড্রেস, লং পার্টি ফ্রগ, লাচ্ছিসহ বিভিন্ন মডেলের পোশাক। এসব ড্রেসের প্রকার ভেদে মুল্য আটশ থেকে তিন হাজার টাকা। ছেলেদের পছন্দের শীর্ষে রয়েছে আড়ং, খান্দানী ও কুটুম ব্রান্ডের পাঞ্জাবী, জিন্স ও টি-শার্ট। নারীদের পছন্দেও শীর্ষে রয়েছে জামদানী ও টাঙ্গাইল শাড়ী। ছোট বাচ্চাদের পছন্দ পাঞ্জাবী, প্যান্ট, টি-শার্ট। এ ছাড়া তরুণীরা পোশাকের সাথে মানানসই কসমেটিক্স কিনছে। বিভিন্ন জুতা স্যান্ডেলে দোকানে উপচে পড়া ভীর দেখা গেছে। নিম্ন বিত্তরা বিভিন্ন ফুটপাথ থেকে তাদের পছন্দের জামা কাপড় কিনছে। নিউ মাকের্টেও জান্তা বস্ত্রালয়ের ম্যানেজার টুটুল লষ্কর বলেন, প্রথম দিকে কেনাবেচা খারাপ থাকলেও এখন অনেক বিক্রি বেড়েছে। তপন গার্মেন্টসের মালিক তপন সাহা বলেন, গত তিন দিন থেকে ভালো কেনাবেচা হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেষ মুহূর্তে

২৬ ফেব্রুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ