নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পুরুষরা যা পারেননি, তাই করে দেখিয়েছেন নারীরা। শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টের ট্রফি জয়ের আনন্দে দেশকে ভিজিয়েছেন তারা। স্বাভাবিকভাবেই বীরের বেশে দেশে ফিরছেন নারী ক্রিকেটাররা।
আজ সন্ধ্যা ৬টায় ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন সালমারা। গতকাল রোববার ছয় জাতি এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে পড়শীদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তারা। আগামী জুলাইয়ে নেদারল্যান্ডসে রয়েছে বিশ্বকাপ টি-টোয়েন্টি কোয়ালিফায়িং। বিশ্বমঞ্চের টিকিট পেতে সেখানে লড়বে বাংলাদেশ নারী দল। এশিয়া কাপের এ পারফরম্যান্স তাতে বাড়তি জ্বালানি জোগাবে বলে মনে করেন নারীরা।
এর আগে সীমিত ওভারের ম্যাচে র্যাংকিংয়ে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলংকাকে হারিয়েছে বাংলাদেশ নারী দল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।