Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিনস্ক চুক্তি বাস্তবায়ন করলেই রাশিয়া জি ৭-এ ফিরতে পারবে : মার্কেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৮, ১২:০০ এএম

ইউক্রেন সংঘাত নিরসনে মিনস্ক চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন না করা পর্যন্ত রাশিয়া গ্রুপ অব সেভেন (জি৭) এর ফিরতে পারবে না। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল কানাডার লা মালবাইয়েতে শনিবার জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, ‘আমরা রুশ প্রতিনিধির সঙ্গে আলোচনা করেছি।’ মার্কেল আরো বলেন, ‘আমার মনে করি মিনস্ক চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত প্রক্রিয়ার প্রয়োজন। এখন পর্যন্ত আমি রাশিয়ার পক্ষ থেকে তেমন কোন সম্ভাবনা দেখছি না।’ এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি৭ এ রাশিয়াকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন। ইতালির প্রধানমন্ত্রী গিউসেপে কোন্টে ট্রাম্পকে সমর্থন করেন। কিন্তু ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এই আহ্বানের বিরোধীতা করে বলেন, জি৭ এর পরিবর্তন করা উচিত না। বিশ্বের সাতটি বৃহত্তম অর্থনৈতিক দেশ নিয়ে জোটটি গঠিত হয়। কানাডা, ফ্রান্স, জার্মানি, গ্রেট, ব্রিটেন, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র ছিল এর প্রাথমিক সদস্য। ১৯৯৭ সালে রাশিয়া এতে যোগ দিলে এটি জি৮ এ পরিণত হয়। ২০১৪ সালে ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্কে টানাপোড়েন শুরু হলে রাশিয়াকে জোটটি থেকে বের করে দেয়া হয়। তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ