রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রাম গত শনিবার রাতে নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে এক সংঘর্ষে ছয়জনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতরা হলেন- বাদপুকুরিয়া গ্রামের আব্দুল কাদের ব্যাপারী, ইলা বেগম, মানিক হেসেন, রতন আলী, তছুরা বেগম ও মনিরুল ইসলাম। এ ঘটনায় পুলিশ ফারুক ও নুর আলী নামে দুই ব্যক্তিকে আটক করেছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকবাংলা পুলিশ ফাঁড়ির এসআই হাসানুজ্জামান জানান, বাদপুকুরিয়া গ্রামের বিল্লাল হোসেনের সাথে এাকই গ্রামের স্বামী পরিত্যক্তা পারভিন বেগমের সাথে অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে শনিবার রাতে তারাবির নামাজের পর মসজিদের বাইরে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপযার্য়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে বলা হয়েছে। এ ঘটনার পর থেকে বাদপুকুরিয়া উত্তেজনা বিরাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।