Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুমিল্লায় থাকছে ৭ শ’ পুলিশ

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৮, ১২:০০ এএম

মুন্সী কামাল আতাতুর্ক মিসেল, চান্দিনা থেকে : ঈদকে সামনে রেখে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঘিরে ব্যপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। ঈদে ঘরমুখো যাত্রীদের যাতে মহাসড়কে যানজটের কবলে পড়তে না হয় সেজন্য কুমিল্লা পুলিশের পক্ষ থেকে আগাম প্রস্তুতি নেওয়া শুরু করেছে। যানজট নিরসনে ইতোমধ্যে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশ ব্যস্ত সময় পার করছে। আসন্ন ঈদযাত্রায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কুমিল্লা হাইওয়ে পুলিশের ৭০৭ জন সদস্য মহাসড়কের কুমিল্লার বিভিন্ন পয়েন্টে নিয়োজিত থাকবেন। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার নজরুল ইসলাম ইনকিলাবকে বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের চাপে যানবাহনের সংখ্যা ৫ থেকে ৬ গুণ বেড়ে যায়। ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তার স্বার্থে চলতি সপ্তাহে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লায় রিজিয়নে ৭০৭ জন পুলিশ ২৪ ঘন্টা মাহসড়কের কাজে নিয়োজিত থাকবেন। এর মধ্যে ৪১ জন সদস্য মোবাইল টিমে কাজ করবে এবং ৩৬ জন অফিসার মটর বাইক নিয়ে ‘কুইক টিম’ মহাসড়কে থাকবে। এছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশের মোবাইল নাম্বার সম্বলিত ভিজিটিং কার্ড বিতরন করা হবে যাত্রী ও চালকদের কাছে যাতে কোথাও মহাসড়কে দুর্ঘটনা বা চাঁদাদাবী করলে সাথে সাথে ম্যাসেজটি যেন হাইওয়ে পুলিশের নাম্বারে জানালে সেখানে কুইক টিম দ্রæত পৌঁছে যাবে বলে জানান ওই কর্মকর্তা। এদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত যানবাহন চলাচল ও ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার্থে এবং যানজট নিরসনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, শহীদনগরসহ মহাসড়কের বিভিন্ন অংশে অবৈধ পার্কিং এবং মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা সরিয়ে দেয় পুলিশ। কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি- চান্দিনা সার্কেল) মহিদুল ইসলাম এর নেতৃত্বে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ.স.ম আব্দুর নূর সঙ্গীয় ফোর্স নিয়ে গত কয়েকদিন ধরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন। ঈদে ঘরমুখো মানুষ যেন নিবিঘেœ তাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারে সে লক্ষ্যে জেলা পুলিশ এবার আগে ভাগেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ শুরু করেছেন। মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড পুলিশ মোতায়েন পাশাপাশি জোরদার করা হবে পুলিশি টহল। ঘরমুখো মানুষকে যানজটে পড়ে যেন কষ্ট পেতে না হয় সে লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। এ বিষয়ে কুমিল্লা সিনিয়র সহকারী পুলিশ সুপার মহিদুল ইসলাম ইনকিলাবকে বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উভয় মহাসড়কে কুমিল্লার প্রায় ১০ টি স্থানে যানজটপ্রবণ পয়েন্ট, মহাসড়কের পাশের হাটবাজার এলাকায় পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। মহাসড়কের কোথাও কোন যানবাহনে তল্লাাশির নামে হয়রানি করা হবে না। মানুষের ঈদযাত্রা নির্বিঘœ করতে কুমিল্লা জেলা পুলিশের ঈদের দিন পর্যন্ত সব ধরণের ছুটি বাতিল করা হয়েছে। পুলিশ সুপার আরো জানান, ইতোমধ্যে মহাসড়কের বিভিন্ন স্পষ্টে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সঙ্গে থানা পুলিশ, কমিউনিটি পুলিশ সদস্য দায়িত্বপালন শুরু করেছেন। ঈদ ঘনিয়ে আসলে কমিউনিটি পুলিশের সংখ্যা আরো বাড়ানো হবে। এছাড়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আশপাশের অবৈধ দোকানপাট ও স্থাপনা সরানোর কাজ শুরু হয়েছে।



 

Show all comments
  • ibrahim ১০ জুন, ২০১৮, ৪:৩১ এএম says : 0
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ