নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ভারতের প্রো-কাবাডি লিগে এবার খেলবেন বাংলাদেশের তিন খেলোয়াড়। এরা হলেন- নৌবাহিনীর জিয়াউর রহমান, বিজিবির জাকির হোসেন এবং বিমান বাহিনীর সোলায়মান কবির।
এই তিনজনই গত বছর প্রো-কাবাডি লিগে খেলেছিলেন। এবারও সুযোগ পেয়েছেন তারা। তবে আসন্ন প্রো-কাবাডির জন্য বাংলাদেশ থেকে ১৬ জনের নাম পাঠানো হয়েছিল। যার মধ্যে টিকেছিলেন সাতজন। বাকি চারজন হলেন- পুলিশের মাহফুজুল করিম, বাংলাদেশ জেলের সাজিদ হোসেন, বিজিবির সবুজ মিয়া ও ফাতিম ফুয়াদ। তবে এই চারজন নিলামে শেষ পর্যন্ত আর বিক্রি হননি। ব্যাঙ্গালুরু বুলস চড়া দামে কিনে নিয়েছে নৌবাহিনীর জিয়াউর রহমানকে। এরপরেই হরিয়ানা স্টিলার্সে বিক্রি হন বিজিবির জাকির হোসেন ও বিমানের সোলায়মান কবির। ১৯ অক্টোবর শুরু হবে ভারতের জনপ্রিয় প্রো-কাবাডি লিগের খেলা। ফলে এশিয়ান গেমসের পরেই তারা যোগ দেবেন নিজ নিজ দলে। এ বিষয়ে জাতীয় দলের সহ-অধিনায়ক জাকির হোসেন বলেন, ‘এই অঞ্চলের পেশাদার কাবাডি লিগে আমরা তিনজন ফের খেলতে যাচ্ছি। অনেক অভিজ্ঞতা হয় এখানে খেলে। আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এবারও যাবো। আশাকরি নিজেদের সবটুকু দিয়েই আমরা চেষ্টা করবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।