Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ কাবাডি গেমস: বরিশাল জোন পর্যায়ের ২ দিনব্যাপী প্রতিযোগীতা শুরু

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ৭:৩৬ পিএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ কাবাডি গেমস ধানসিঁড়ি জোন পর্যায়-২০২১’ এর ফাইনাল পর্যায়ের প্রতিযোগীতা বরিশালে শুরু হয়েছে। বুধবার বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে বেলুন-ফেষ্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল রেঞ্জর ডিআইজি মো. শফিকুল ইসলাম।

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ কাবাডি গেমস ধানসিঁড়ি জোন পর্যায়-২০২১ উদযাপন কমিটির সভাপতি ও পুলিশ সুপার মো. মারুফ হোসেন-এর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. শহিদুল ইসলাম।

জোন পর্যায়ের দুইদিনের প্রতিযোগিতা শেষ হবে বৃহস্পতিবার। আয়োজকরা জানান, জোন পর্যায়ে বরিশাল, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা ও মাদারীপুর জেলা থেকে পুলিশের একটি করে পুরুষ ও নারী দল এ প্রতিযোগীতায় অংশগ্রহন করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ কাবাডি গেমস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ