মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হ্যাকিংয়ের মাধ্যমে মার্কিন নৌবাহিনীর এক ঠিকাদারের কাছ থেকে চীন সরকার স্পর্শকাতর গোপন সামরিক তথ্য চুরি করেছে বলে সন্দেহ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ঘটনাটি খতিয়ে দেখছে, মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বিবিসি। ওয়াশিংটন পোস্ট বলছে, চুরি যাওয়া তথ্যের মধ্যে শব্দের চেয়েও দ্রুতগতির একটি ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্পের পরিকল্পনার কথা ছিল। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে এই সাইবার হামলা হয় বলে নিশ্চিত করেছে সিবিএস নিউজ। যে ঠিকাদার প্রতিষ্ঠান থেকে তথ্য চুরি গেছে, সেটি যুক্তরাষ্ট্রের সামরিক সংগঠনগুলোর সঙ্গে সংযুক্ত ছিল। এরা ডুবোজাহাজ ও সমুদ্রের নিচে অস্ত্র ব্যবস্থাপনা নিয়ে গবেষণা ও সেগুলোর উন্নয়নে কাজ করে। অন্য এক ঘটনায় চীনের এক গুপ্তচরকে স্পর্শকাতর গোপন নথি সরবরাহের অভিযোগে সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ। শুক্রবার ফেডারেল এসপিওনাজ অ্যাক্টে ৬১ বছর বয়সী কেভিন ম্যালরিকে দোষী সাব্যস্ত করা হয়। আগামী ২১ সেপ্টেম্বর তাকে আদালতে তোলা হবে, অভিযোগ প্রমাণিত হলে ম্যালরির সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে বলে বিবৃতিতে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। সিঙ্গাপুরে ১২ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেইজিং ঘনিষ্ঠ উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বৈঠকের কয়েকদিন আগেই ঠিকাদারের কাছ থেকে তথ্য চুরিতে চীনের সাইবার হামলার কথা প্রকাশ্যে এল। রোড আইল্যান্ডের নিউপোর্টভিত্তিক সামরিক সংগঠন নেভাল আন্ডারসী ওয়ারফেয়ার সেন্টারের সঙ্গে হ্যাকিংয়ের শিকার ঠিকাদার প্রতিষ্ঠানটি কাজ করত, ওয়াশিংটন পোস্টকে এমনটাই জানান মার্কিন কর্মকর্তারা। সী ড্রাগন নামে একটি সামরিক প্রকল্প সংক্রান্ত তথ্যের পাশাপাশি মার্কিন নৌবাহিনীর ডুবোজাহাজ সমৃদ্ধকরণ ইউনিটের ইলেকট্রনিক ওয়ারফেয়ার লাইব্রেরিতেও প্রবেশাধিকার ছিল ওই ঠিকাদার প্রতিষ্ঠানের। ছিল ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ডুবোজাহাজগুলোতে জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংযুক্তির পরিকল্পনার কথাও। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।