মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাজ্য হাওয়াইয়ে নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের কারণে বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টার দুটিতে ছয়জন করে নৌসেনা ছিলেন। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার দুটি মেরিন কর্পস এয়ার স্টেশন ক্যানেওয়ে বে’-এর বলে খবরে বলা হয়েছে। সংঘর্ষকালে দুটি হেলিকপ্টারেই বিস্ফোরণ ঘটে বলে জানিয়ে ওয়াশিংটন টাইমস বলেছে. দুর্ঘটনায় হেলিকপ্টার দুটিতে সম্ভবত কেউই জীবিত নেই। মার্কিন কোস্টগার্ডের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন বলে সংবাদ সংস্থা জানায়। স্থানীয় সময় গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে হাওয়াইয়ের ওয়াহু দ্বীপ অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গত শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। সংশ্লিষ্ট কোস্ট গার্ড ডিস্ট্রিক্ট ১৪ জানায়, হেলিকপ্টার দুটির সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন কোস্ট গার্ডের সদস্যরা। ঘটনাস্থলে ধ্বংসস্তূপ চিহ্নিত করা হয়েছে। সেখানে তৎপরতা চলছে। সংঘর্ষে জড়ানো হেলিকপ্টার দুটি মেরিন কর্পস এয়ার স্টেশন ক্যানেওয়ে বে’র। উদ্ধার কার্যক্রমে নৌবাহিনী ও হনললু ফায়ার সার্ভিসের একটি করে হেলিকপ্টার এবং উদ্ধারকারী নৌকা কাজ করছে বলেও জানায় কোস্ট গার্ড ডিস্ট্রিক্ট ১৪। হাওয়াইয়ের কোস্টগার্ডের মুখপাত্র অ্যালান ক্রিস জানান, ওয়াহু দ্বীপের দুই মাইল উত্তরে ধ্বংসস্তূপ চিহ্নিত করা হয়েছে। দুটি হেলিকপ্টারই প্রায় দুমড়ে গেছে। তাই দুর্ঘটনায় কারো জীবিত থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তবে জীবিত কাউকে উদ্ধারের আশায় বিস্তীর্ণ অঞ্চলজুড়ে উদ্ধারাভিযান চলছে বলেও জানান তিনি। বিবিসি, রয়টার্স, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।