Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

নাজিরপুরে জাপার ইফতার মাহফিল

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৮, ১২:০০ এএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় রাজনৈতিক, সামাজিক, সুশিল সমাজ ও এতিমদের নিয়ে আয়োজিত জাতিয়পার্টি (জাপা) উদ্দ্যোগে সরকারী প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে ইফতার মাহফিল গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্র্টি (জাপা) এর মহাসচিব মোস্তফা জামাল হায়দার বলেছেন সিয়াম সাধনার মাস পবিত্র রমজান মাস। এ মাসে পবিত্র কোরআন নাজিল সহ মুসলিম জাহানের জন্য আল্লাহ সব কিছুই করেছেন। তাই এবাদতের মাসে আমরা আমাদের নেক হাসিলের জন্য করবো। তিনি বলেন জেল খানা থেকে মুক্তি পাওয়ার পর আমরা যেভাবে আনন্দিত হই তেমনি পৃথিবী নামক জেলখানা থেকে মুক্তি পেতে হলে আল্লহকে সন্তুষ্ট করতে হবে। ও পাক পরওয়ার দিগার, মুসলিম উম্মার উপরই নির্যাতন বেশী হয়। যেমন লাখ লাখ রোহিঙ্গাদের উপরই মুসলিম বিরোধী এক দল দুশমন কাফের নির্যাতন চালিয়ে বিতারিত করেছে। মুসলিম উম্মা এক কন্ঠে বলি আমাদের ঐক্য দেও আমাদের শক্তি দেও। অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা জাতীয়পার্টি (জাপা) সভাপতি মোঃ খালেকুজ্জামান ও আরিফুল রহমান টুবুল আহম্মদের পরিচালনায় আলোচনা পর্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি মোঃ নজরুল ইসলাম খান, জেলা জাতীয়পার্টি (জাপা) সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ