পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বেপরোয়া চালকদের। একের পর এক দুর্ঘটনা ঘটলেও চালকরা থামছেন না। গত ২৪ ঘন্টায় ১৩ জনের প্রাণহানির পর গতকাল চট্টগ্রাম, নাটোর, মানিকগঞ্জ, সুন্দরগঞ্জে নিহত হয়েছে ৮ জন। প্রতিদিনই সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে। গন্তব্যের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার পর ফিরছে লাশ হয়ে। চালকের অসাবধানতা, অদক্ষতা, যাত্রীদের অসচেতনতা, যানবাহনের যান্ত্রিক ত্রুটি, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন, গাড়ির ঝুঁকিপূর্ণ প্রতিযোগিতা, রাস্তার দুরবস্থাসহ নানা কারণেই বাড়ছে দুর্ঘটনা। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রাম ব্যুরো জানায়, কয়েকটি রিকশা, অটোরিকশা দাঁড়িয়ে। শিশু-কিশোর, নারী-পুরুষের জটলা। কেউ টেম্পুর অপেক্ষায়। কেউ অটোরিকশায় উঠতে ভাড়া ঠিক করছিলেন। এর মধ্যেই বেপরোয়া সিমেন্ট বোঝাই ট্রাক সবকিছুকে চাপা দিয়ে এগিয়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ যায় চার জনের। আহত হন আরও নয় জন। কয়েকটি রিকশা-অটোরিকশা ধুমড়ে-মুছড়ে যায়। চোখের পলকেই এই প্রলয়কান্ড ঘটে গতকাল (শুক্রবার) বেলা ১১টায় নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতুর অদূরে মেরিনার্স সড়কের প্রবেশ পথে। অন্যদিকে এ কে খান মোড়ে কাভার্ড ভ্যানের চাপায় মারা যান এক পরিবহন শ্রমিক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মেরিনার্স সড়কের প্রবেশ মুখে এনজিএস সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা কয়েকটি রিকশা ও অটোরিকশাকে চাপা দেয়। সেখানে বেশ কয়েকটি রিকশা ও অটোরিকশা যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। টেম্পোতে ওঠার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন অনেকে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভিড়ের মধ্যে উঠে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটি লোকজন ও রিকশা অটোরিকশাকে চাপা দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে থেমে যায়। নিহতরা হলেন নাসরিন আক্তার (৩৫), হাসিনা আক্তার (৪০), নূরুল আফছার (৪৬) ও শাহপরান (২৮)। এছাড়া আহত আবদুস সাত্তার (৪০), ইমরান (৬), আবদুর রহমান (৪০), অনিল বড়ুয়া (৪৫), শারমিন আক্তার (২৩), রিগান (৩৩), সিফাত (১৬), দিদার (৩০) ও জাহাঙ্গীর আলমকে (৪৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা। এদিকে সকাল ৮টায় এ কে খান মোড়ে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যান চাপা পড়েন সিরাজুল ইসলাম (৬০) নামে এক পরিবহন শ্রমিক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার তেলিগ্রাম এলাকার মহব্বত আলীর পুত্র। তিনি সিডিএম পরিবহন নামে একটি পরিবহন সংস্থার সুপারভাইজার হিসেবে কাজ করতেন।
দিনাজপুর অফিস জানায়, নাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বিআরটিসি বাসের সাথে উপজেলা নিবার্হী অফিসারের জীপের মুখোমুখী সংঘর্ষে ৪জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় রংপুর-পঞ্চগড় সড়কের বীরগঞ্জ পৌর শহরের শালবন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার এসআই মোঃ দুলাল হক জানান, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন অফিসের গাড়ী নিয়ে স্বপরিবারে দিনাজপুর যাচ্ছিলেন। পথে বীরগঞ্জ পৌর শহরের শালবন মোড়ে রংপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী বিআরটিসি বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনসহ তাঁর দুই আত্মীয় নিরঞ্জন রায়, অজিত কুমার রায় এবং গাড়ীর চালক মোঃ মিন্টু গুরুত্বর আহত হয়।
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় বাস-পিকআপ সংঘর্ষে চালকসহ দু’জন নিহত ৫ যাত্রী আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরংগাঈল হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, ঢাকামুখী পিকআপের সঙ্গে বিপরিতমুখী যাত্রীবাহী দূরপাল্লার পরিবহনের সাথে মুখোমুখী সংঘর্ষে পিকআপ চালক লিটনসহ (২৫) অপর আরোহী ঘটনা স্থলেই প্রাণ হারায়। পিকআপের পিছনে থাকা অন্য আরোহীরা আহত হন।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরের গুরুদাসপুরে ব্যটারী চালিত ভ্যান (অটো ভ্যান) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে চালক শাহাদৎ হোসেনের (৩৮) মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে গুরুদাসপুর-মৌখাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদৎ হোসেন উপজেলার সাহাপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নাজপুরে সড়ক দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৪।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক্টর ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার (৬০) নামের এক অটোবাইক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন । পুলিশ একজনকে আট করেছে। গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে সুন্দরগঞ্জ গামী অটোবাইকটি গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গাজিরকুড়া নামক স্থানে পৌছামাত্রই সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা গাইবান্ধা গামী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। থানার ওসি এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।