বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের চার জেলায় সড়কে ৯ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। গত বৃহস্পতিবার রাত ও শুক্রবার দিনের বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা জানান, গোপালগঞ্জ সদরে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আরো ১০ জন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, বরিশাল জেলা পুলিশে কর্মরত সদস্য আবদুল আলিম ও বাগেরহাট সদরের জয়নাল আবেদিন। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি। নিহতরা হলেন, বরিশাল জেলা পুলিশে কর্মরত সদস্য আবদুল আলিম ও বাগেরহাট সদরের জয়নাল আবেদিন বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিরউদ্দিন জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা দেয়। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাগেরহাট জেলা সংবাদদাতা জানান, বাগেরহাট-ঢাকা মহাসড়কের মোল্লারহাট উপজেলার কাহালপুর এলাকায় ইমাদ পরিবহন ও পাজেরো গাড়ীর মুখোমুখি সংঘর্ষে পাজেরো চালক নিহত হন। আহত হন আরো পাঁচজন। স্থানীয় ও পুলিশের ভাষ্য মতে, গতকাল দুপুর তিনটায় মোল্লারহাটের কাহালপুর এলাকায় ঢাকা থেকে খুলনাগামী ইমাদ পরিবহন ও খুলনা থেকে ঢাকাগামী একটি পাজেরো গাড়ী মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাজেরো চালক নিহত হন। পাজেরোর বাকি ৫ যাত্রী আহত হয়। নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি আহতদের ঢাকায় চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংাবদদাতা জানান, টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সব ঘটনায় আরো ১০ জন আহত হন। গতকাল সকালে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। অপর দিকে ভোরে ট্রেনে কাটা পড়ে কমলা রানী নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুরনী এলাকায় ও মির্জাপুর ট্রেন স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন চন্দ্র বর্মণ কুড়িগ্রাম জেলার কালিরবাগ এলাকার ফুলবাবুর ছেলে ও টাঙ্গাইল জেলার বিবেক। পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা পরিবহনের একটি বাস মহাসড়কের কুরনী এলাকায় বালুবোঝাই একটি ট্রাককে ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির একটি পাশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ১১ জন। পরে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে বিকালে একজনের মৃত্যু হয়।
তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, জেলার হোমনায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো একজন। নিহত ইয়াসিন মিয়া ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী ও উপজেলার শ্রীপুর গ্রামের প্রবাসী নুরুল ইসলামের ছেলে ও আহত হোসনা বেগম বাকসিতারামপুর গ্রামের মো. রাশেদ মিয়ার স্ত্রী। পারিবারিক তথ্য মতে, গত বৃহস্পতিবার নিহত ইয়াসিন তার বড় ভাইকে এয়ারপোর্টে এগিয়ে দিয়ে গৌরিপুর থেকে সিএনজি যোগে বাড়ি আসার পথে হোমনা ব্র্যাক ব্যাংকের সামনের সড়কে সিএনজি ও নসিমন সংঘর্ষে ইয়াসিন ও হোসনা বেগম গুরুতর আহত হয়। পরে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাত ৭টার দিকে ইয়াসিনের মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।