Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্জেন্টিনা-ব্রাজিল দলে চোটের হানা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

একের পর এক দুঃসংবাদ ভেসে আসছে আসন্ন রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট দুই লাতিন দল আর্জেন্টিনা ও ব্রাজিল শিবির থেকে। আগে থেকেই দু’দলের বেশ কয়েকজন খেলোয়াড় চোটের সংগে লড়ছেন। অনেকের বিশ্বকাপই শেষ হয়েছে দল ঘোষনার আগেই। এবার এই দলের নতুন সংযোজন আর্জেন্টিনা মিডফিল্ডার ম্যানুয়েল লানজিনি ও ব্রাজিলের মিডফিল্ডার ফ্রেড। ফ্রেডের ব্যাপারে এখনো আশাবাদী ব্রাজিল, কিন্তু বিশ্বকাপ শেষ হয়ে গেছে লানজিনির।
বার্সেলোনার দলীয় অনুশীলনের সময় কনুইয়ে আঘাত পান ২৫ বছর বয়সী লানজিনি। ওয়েস্ট হ্যাম তারকার পরিবর্তে দলে কাকে নেয়া হবে এ ব্যাপারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) পক্ষ থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত জানানো হয়নি। জর্জ সাম্পাওলির দলে বাকি মিডফিল্ডাররা হলেন এভার বনেগা, লুকাস বিগলিয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, জিওভানি লো সেলসো, ক্রিশ্চিয়ান পাভন, ম্যাক্সিমিলিয়ানো মেজা ও এদুয়ার্দো সালভিও।
এর আগে অনুশীলনের সময় হাটুতে আঘাত পেয়ে বিশ্বকাপ শেষ হয় আর্জেন্টিনার সবচেয়ে অভিজ্ঞ ও এক নম্বর গোলকিপার সার্জিও রোমেরোর। তার পরিবর্তে দলে নেয়া হয় অনভিজ্ঞ নাহুয়েল গুজম্যানকে। অবশ্য এর চেয়ে ভালো বিকল্পও ছিল না সাম্পাওলির হাতে। ২০১৭ সালে ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় লানজিনির। বিশ্বকাপের দল থেকে তার ছিটকে পড়ার খবর টুইটারে নিশ্চিত করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। চোট কাটিয়ে উঠতে বেশ সময় লাগবে বলে ধারনা করা হচ্ছে। এমনকি প্রিমিয়ার লিগে ২০১৮/১৯ মৌসুমের শুরুর দিকে তাকে নাও পেতে পারে ওয়েস্ট হ্যাম।
ফ্রেডের চোটও টটেনহ্যামের মাঠে অনুশীলনের সময়। কাসিমিরোর সঙ্গে সংঘর্ষে পায়ের গোড়ালিতে আঘাত পান তিনি। খানিক পর তার ডান গোড়ালিতে আইস প্যাক দিতে দেখা যায়। ফ্রেড তখন যন্ত্রনায় কাতরাচ্ছিলেন। শেষ প্রস্তুতির সময় পাওয়া এই চোট ভেঙে দিতে পারে ২৫ বছর বয়সী ভাবি তারকার বিশ্বকাপ স্বপ্ন। তবে তাকে পাওয়ার ব্যাপারে এখনো আশা ছাড়েনি ব্রাজিল। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আজ (বৃহস্পবিার) ফ্রেড গোড়ালিতে আঘাত পেয়েছেন। কিন্তু এ নিয়ে কোন এখনই কিছু বলা যাচ্ছে না। কি ঘটে তা আগামীকাল আমরা পর্যবেক্ষণ করব তারপর সিদ্ধান্ত নেব পরীক্ষার প্রয়োজন আছে কিনা।’
দলে থাকলেও শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচ মিস করতে পারেন ফ্রেড। তবে দলের লেফট ব্যাক মার্সেলোর মতে তার ইনজুরি ‘অতটা গুরুতর নয়’। চলতি সপ্তাহেই শাখতার দোনেস্ক থেকে ৫২ মিলিয়ন ডলার ট্রান্সফার চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান ফ্রেড।
এদিকে ক্রেয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ছিলেন না উইঙ্গার ডগলাস কস্তা ও মিডফিল্ডার রেনাতো আগুস্তো। পুরোপুরি ফিট নন গ্যাব্রিয়েল জেসুস ও রাইট ব্যাক ফাগনারও। দলের সবচেয়ে বড় তারকা নেইমার অবশ্য ভালোমতই ফেরার আভাস দিয়েছেন।



 

Show all comments
  • ইব্রাহিম ৯ জুন, ২০১৮, ২:২৭ এএম says : 0
    এসব ঘটনা খুবই দুঃখজনক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্জেন্টিনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ