Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

ওয়ালটন সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। গতকাল পল্টন ময়দানে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনা ৩-০ গোলে ইরানকে হারিয়ে শিরোপা জিতে নেয়। টুর্নামেন্ট সেরা হয়েছেন আর্জেন্টিনা দলের খেলোয়াড় হৃদয়। চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ট্রফি ও ১০ হাজার টাকা এবং রানার্সআপ ইরানকে ট্রফির সঙ্গে ৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা পান ১ হাজার টাকা প্রাইজমানি। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এ ছাড়া প্রত্যেকটি দলকে ৫ হাজার টাকা করে অংশগ্রহণ ফি দেওয়া হয়েছে। ছয় দলের সকল খেলোয়াড়দেও ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে জার্সি ও বল দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্জেন্টিনা

৩০ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ