পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
দেশীয় প্রযুক্তি পণ্য উৎপাদন শিল্পের বিকাশে সহজলভ্য হয়ে উঠেছে হোম অ্যাপ্লায়েন্সেস বা গৃহস্থালী পণ্য। ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে প্রযুক্তির ছোঁয়া। এরই ধারাবাহিকতায় রমজান মাসে ঘরকন্যার কাজ আরো সহজ ও নির্ঝঞ্জাট করতে ওয়ালটন বাজারে ছেড়েছে শতাধিক মডেলের হোম এ্যাপ্লায়েন্স বা গৃহস্থালী পণ্য। সাশ্রয়ী মূল্যে উচ্চ গুণগতমান ও বৈচিত্র্যময় সর্বাধিক মডেলের হোম অ্যাপ্লায়েন্সেস বাজারে আনায় গ্রাহকপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে ওয়ালটন। গত রমজান মাসের তুলনায় এবারের রমজানে ইতোমধ্যে ৩০ শতাংশেরও বেশি হোম অ্যাপ্লায়েন্সেস বিক্রি হয়েছে দেশীয় এই প্রতিষ্ঠানটির। হোম অ্যাপ্লায়েন্সেসের বাজার প্রবণতা বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েক বছর ধরে ঈদুল ফিতর উপলক্ষ্যে রমজান মাসে পোশাকের পাশাপাশি হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের বিক্রিও বাড়ছে। মূলত, এই সময়ে ঈদ বোনাস বাবদ বাড়তি টাকা থাকে চাকুরিজীবীদের হাতে। তাই, ঈদে নতুন জামা-কাপড়ের পাশাপাশি ঘরের জন্য নতুন নতুন হোম অ্যাপ্লায়েন্সেস কেনার প্রবণতাও বেড়েছে ব্যাপকহারে। ফলে, রমজান মাসে বিভিন্ন প্রকার গৃহস্থালি পণ্যের বাড়তি চাহিদা তৈরি হয়েছে। এই বাড়তি চাহিদার সিংহভাগ পূরণ করতেই সাশ্রয়ী মূল্যের উচ্চ গুণগতমানের হোম অ্যাপ্লায়েন্সেস বাজারে এনেছে ওয়ালটন। ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সেসের প্রোডাক্ট ম্যানেজার মাশরুর হাসান জানান, গত রমজান মাসের চেয়ে এবার ৩০ শতাংশ বেশি হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস বিক্রির টার্গেট নেয়া হয়েছিল। তবে, সাশ্রয়ী মূল্য ও নতুন নতুন মডেলের হোম অ্যাপ্লায়েেেন্সস বাজারে ছাড়ায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বিক্রি হচ্ছে। বিক্রির বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে প্রবৃদ্ধি ৪০ শতাংশের বেশি হবে বলে আশা করছি। ওয়ালটন সূত্রমতে, স্থানীয় বাজারে ওয়ালটনের রয়েছে প্রায় ৩০ ধরনের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্সেস। ঈদুল ফিতর উপলক্ষ্যে রমজানের শুরুতেই বেশিরভাগ পণ্যের নতুন মডেল বাজারে ছেড়েছে ওয়ালটন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।