Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারফিউর মেয়াদ বাড়ালো পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতি অঞ্চলে আরো ২৪ ঘণ্টা কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। কয়েক দিন ধরে অঞ্চলটিতে উপজাতি ও চরমপন্থীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। পরিস্থিতি যাতে আরো অবনতির দিকে না যায়, সে লক্ষ্যেই কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অধিকার সংস্থা পশতুন প্রটেকশন মুভমেন্ট (পিটিএম) তালেবান সংশ্লিষ্ট সব জঙ্গিকে এ অঞ্চল ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানোর পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ ভয়াবহ পর্যায়ে চলে গেলে কর্তৃপক্ষ এখানে কারফিউ জারি করে। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই অভিযোগ করে আসছে, তালেবানসহ আফগানিস্তানের অন্য জঙ্গিদের পাকিস্তান ব্যবহার করছে। যদিও ইসলামাবাদের পক্ষ থেকে এ অভিযোগ বারবার প্রত্যাখ্যান করা হয়েছে। চলতি সপ্তাহে দুটি বিক্ষোভ সমাবেশ চলাকালে জঙ্গিদের সঙ্গে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে পিটিএম। এ পরিস্থিতির মধ্যে স্থানীয় কর্তৃপক্ষ দক্ষিণ ওয়াজিরিস্তানের পুরো অঞ্চলেই কারফিউ জারি করে। পেশোয়ারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘দক্ষিণ ওয়াজিরিস্তানে কারফিউ আরো কঠোর এবং বর্ধিত করা হয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারফিউর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ