Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সম্পর্ক জোরদার করতে চায় ভারত-চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

চীন ও ভারত একসাথে কাজ করলে দুই দেশের অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত হবে, বিশ্ব উপকৃত হবে, এবং মানব সভ্যতার অগ্রগতিতে তা অবদান রাখবে। চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াঙ ইয়ি সম্প্রতি প্রিটোরিয়ায় এ কথা বলেছেন। দক্ষিণ আফ্রিকার রাজধানীতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের আনুষ্ঠানিক সম্মেলনের ফাঁকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে বৈঠককালে ওয়াঙ এ মন্তব্য করেন। তিনি বলেন, চীন ও ভারতের ব্যাপক অভিন্ন স্বার্থ রয়েছে এবং মতপার্থক্যের চেয়ে তাদের মধ্যে সমঝোতাই অনেক বেশি। ওয়াঙ বলেন, দুই দেশের সবসময় সূচনা বিন্দু হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্ক ও জনগণের মৌলিক স্বার্থের বিষয়টি গ্রহণ করা উচিত, তাদের প্রয়োজন সমস্যা ও মতপার্থক্যগুলোকে যথাযথভাবে সামাল দেওয়া এবং সার্বিক সম্পর্কের ওপর প্রভাব বিস্তার করে এমন এক পক্ষের স্বার্থ প্রতিরোধ করা। তিনি বলেন, দুই দেশের উচিত তাদের নেতাদের সম্মত ব্যবস্থা অনুযায়ী সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আন্তরিক থাকা এবং পরিস্থিতি জটিল ও গুরুতর করে এমন পদক্ষেপ এড়িয়ে যাওয়া। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ