Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় চোরাই মোটরসাইকেল ও ইয়াবা নিয়ে মহিলাসহ গ্রেফতার ৩

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চোরাই মোটরসাইকেল ও ইয়াবা নিয়ে মহিলাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার কোটালীপাড়া থানার এসআই মো: মোশারফ হোসেন, এসআই হায়াতুর রহমান, এ এস আই নজরুল ইসলাম, এ এস আই মনির হোসেন ও এ এস আই রবিন মজুমদার গোপন সংবাদ পেয়ে উপজেলার ওয়াবদারহাট এলাকায় অভিযান চালিয়ে নোয়াধা গ্রামের সিদ্দিক মোল্লার বাড়ী থেকে সাইফুল ইসলাম বাদশা (৩৫), মো: সোহেল (১৮) ও মোসা: রাজিয়া বেগম (৩০) কে গ্রেফতার করে। সাইফুল ইসলাম বাদশা বরিশাল জেলার মুলাদি উপজেলার চিলমারি গ্রামের আব্দুর রফ সরদারের ছেলে, মো: সোহেল কোটালীপাড়ার নোয়াধা গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে ও রাজিয়া বেগম সাইফুল ইসলাম বাদশার স্ত্রী। তাদের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মোটরসাইকেল চুরি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক দুটি মামলা হয়েছে। এর আগে তারা সিদ্দিক মোল্লার বাড়ীতে মোটরসাইকেলটি বিক্রয়ের চেষ্টা করেছিল। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ কামরুল ফারুক বলেন- ১টি চোরাই মোটরসাইকেল বিক্রয় হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মহিলাসহ ৩ জনকে গ্রেফতার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ